বিশ্ব চলচ্চিত্রে খুব সম্ভবত সবচেয়ে আকর্ষণীয়ভাবে নিজের পরিচয় দেন জেমস বন্ড – ব্রিটিশ সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসের (বর্তমানে MI6) কাল্পনিক চরিত্র। ইংরেজ লেখক আয়ান ফ্লেমিংয়ের অমর সৃষ্টি এ গুপ্তচর চরিত্র তাঁর রোমাঞ্চকর ও বিপদজনক কাজের জন্য জনপ্রিয়তা অর্জন করে নিয়েছেন সারা পৃথিবীতে। সুদর্শন চেহারা, ধারালো বিশ্লেষণী ক্ষমতা, বাকপটুতা আর বিরূপ পরিস্থিতিতে তাৎক্ষণিক বুদ্ধির পরিচয় – সবকিছু মিলিয়ে ০০৭ সাংকেতিক নম্বরধারী জেমস বন্ডের আবেদন উপেক্ষা করা তাঁর শত্রুর পক্ষেও কঠিন!
১৯৬২ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করা জেমস বন্ড চলচ্চিত্র সিরিজে এখন পর্যন্ত (২০১৬) নাম ভূমিকায় অভিনয় করেছেন সাতজন অভিনেতা, যাঁদের ক্যারিয়ারে বন্ড নামটি যোগ করেছে আলাদা বিশেষত্ব। তাঁদের মধ্যে কে সেরা বন্ড, তার বিচার চলচ্চিত্রবোদ্ধা আর চলচ্চিত্রপ্রেমীরা ভালো বুঝবেন। তবে আজকের কুইজে প্রশ্ন থাকছে তাঁদের সবাইকে নিয়েই।
গুপ্তচরবৃত্তির অন্যতম প্রধান শর্ত গোপন পরিচয়। এ শর্তকে প্রতিটা চলচ্চিত্রে অমান্য করা জেমস বন্ড চরিত্রকে যাঁরা ফুটিয়ে তুলেছেন সেলুলয়েডের ফিতায়, তাঁদের সম্পর্কে একটু হলেও জানেন কি?