রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক – বর্তমান বিশ্বের প্রায় সব ক্ষেত্রে উপরের সারিতে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সর্বোচ্চ সময় ধরে দেশটি গণতান্ত্রিক শাসনব্যবস্থা ধরে রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট হলেন এ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। তাঁর নেতৃত্বের প্রভাব প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিস্তার লাভ করে সারা বিশ্বে। তাঁর বাসভবন হোয়াইট হাউস বা ব্যক্তিগত বিমান এয়ারফোর্স ওয়ান নিয়েও মানুষের কৌতুহল কম নয়!
এখন পর্যন্ত ৪৩ জন ব্যক্তি মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছেন। তাঁদেরকে নিয়ে আজকের কুইজ। এ কুইজটি আমাদেরকে পাঠিয়েছেন ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (IUT) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র নাবিল ফারহান। স্কোরের ক্ষেত্রে আমরা যে ছবিগুলো ব্যবহার করেছি, সেগুলো হোয়াইট হাউসের অফিশিয়াল ফ্লিকার ফটোস্ট্রিম থেকে নেয়া।
মার্কিন প্রেসিডেন্ট: ৫ তথ্য
– ১৮৭২ সালে প্রথমবারের মতো কোন নারী প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে দাঁড়িয়েছিলেন। সাহসী এ নারীর নাম ভিক্টোরিয়া উডহাল। তিনি নারী অধিকার আন্দোলন নিয়ে কাজ করতেন।
– ৩৮তম মার্কিন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড একমাত্র ব্যক্তি যিনি কোন নির্বাচন ছাড়াই ভাইস প্রেসিডেন্ট ও প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।
– সবচেয়ে কম বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হন ৩৫তম প্রেসিডেন্ট জন এফ. কেনেডি। ৪৩ বছর বয়সে তিনি এ দায়িত্ব অর্জন করেন। অবশ্য নির্বাচন ছাড়া প্রেসিডেন্ট হওয়া ব্যক্তিদের মধ্যে সর্বকনিষ্ঠ হলেন ২৬তম প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট। ১৯০১ সালে উইলিয়াম ম্যাককিনলি আততায়ীর হাতে নিহত হলে ৪২ বছর বয়সী থিওডোর রুজভেল্টের উপর দায়িত্ব চলে যায়।
– সবচেয়ে বেশি বয়সে প্রেসিডেন্ট হয়েছিলেন ৪০তম প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান। ৬৯ বছর বয়সে তিনি ক্ষমতায় আসেন।
– ১৫তম প্রেসিডেন্ট জেমস বুকানন আজীবন অবিবাহিত ছিলেন।