in

ট্রফি কুইজ: খেলার মাঠের শিরোপা

ট্রফি (Trophy) শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ trophée থেকে। এর অর্থ ছিলো “যুদ্ধজয়ের পুরস্কার”। অবশ্য প্রাচীন লাতিন ও গ্রিক ভাষায় এ শব্দের ব্যবহার ছিলো। ফুটবল হোক, ক্রিকেট হোক বা অন্য যে কোনো খেলা, প্রতিযোগিতার শেষে শিরোপা উঁচিয়ে ধরার মতো অনুভূতি আর নেই।

আগে বেশিরভাগ ট্রফি তৈরি করা হতো রূপার সংকর থেকে। এজন্য “Silverware” হলো শিরোপার অন্য নাম। সাধারণত এগুলোর নামকরণ করা হয় প্রতিযোগিতার নামে। প্রতিযোগিতার ইতিহাসে বিশেষ কৃতিত্ব প্রদর্শনকারী কোন খেলোয়াড় বা খেলার সাথে যুক্ত কোন ব্যক্তিত্বের নামেও শিরোপা রয়েছে। উদাহরণ হিসাবে পুরানো ফিফা বিশ্বকাপের কথা বলা যায়। ফিফার তৃতীয় প্রেসিডেন্ট জুলে রিমের নামে এর নামকরণ করা হয়েছিলো।

দেখে নেয়া যাক জনপ্রিয় কয়েকটি খেলার বিভিন্ন শিরোপা সম্পর্কে আপনার ধারণা কতটুকু।

উইম্বলডনের মহিলা এককের এ শিরোপার নাম -
সঠিক!
ভুল!

-

জুলে রিমে ট্রফিতে (পুরানো ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি) _____ দেবীর প্রতিমূর্তি খোদাই করা ছিলো।
সঠিক!
ভুল!

-

"Little Tin Idol" নামে ট্রফিটি কোন প্রতিযোগিতার প্রথম শিরোপা? ১৮৯৫ সালে বিজয়ী দলের তত্ত্বাবধান থেকে এটি চুরি হয়ে গেলে দলটিকে ২৫ পাউন্ড জরিমানা করা হয়। উল্লেখ্য যে, এটি নির্মাণে ২০ পাউন্ড খরচ হয়েছিলো।
সঠিক!
ভুল!

-

ইতালিয়ান সিরি এ লীগের শিরোপা যে নামে বিখ্যাত -
সঠিক!
ভুল!

-

১৮৮২-৮৩ সালে রুপার্টসউডে একটি ম্যাচের পর অধিনায়ক ইভো ব্লাইকে (Lord Darnley) এ ট্রফি উপহার দেয়া হয়। তাঁর নামানুসারে একে অনেক সময় "Darnley Urn" বলা হয়। বিখ্যাত এ ট্রফিকে আমরা কী নামে চিনি?
সঠিক!
ভুল!

-

বর্তমান ফিফা ওয়ার্ল্ড কাপের ডিজাইনার কে?
সঠিক!
ভুল!

-

রাগবি ওয়ার্ল্ড কাপ হিসাবে খ্যাত এ ট্রফির আসল নাম _____।
সঠিক!
ভুল!

-

১৯৯৬ সালে প্রথমবারের মতো ভারতীয় উপমহাদেশে অনুষ্ঠিত ওয়ার্ল্ড কাপ ট্রফির নাম ছিলো -
সঠিক!
ভুল!

-

এটি _____ প্রতিযোগিতার শিরোপা।
সঠিক!
ভুল!

-

ইংলিশ প্রিমিয়ার লীগের ট্রফিটি রূপার তৈরি। তবে শুধু একটি মৌসুমের বিজয়ী দলকে স্বর্ণনির্মিত ট্রফি দেয়া হয়। কোন দল এটি লাভ করে? কোন মৌসুমে?
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

ট্রফি কুইজ: খেলার মাঠের শিরোপা I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Shafqat Amin Inan

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশলে পড়ছি। ভবিষ্যতে পরমাণু বিজ্ঞানী হতে চাই। ২০১৩ – ১৪ তে কুইজ করেছি নটরডেম গ্রীন এবং নটরডেম গোল্ডের হয়ে। স্কুল পর্যায়ে কুইজ করেছি সেন্ট জোসেফ ওমেগা টিমের হয়ে।

প্রশাসনিক মানচিত্র: বাংলাদেশ কুইজ - কুইজার্ডস

প্রশাসনিক মানচিত্র: বাংলাদেশ কুইজ

স্ট্যানলি কুবরিক কুইজ - কুইজার্ডস

স্ট্যানলি কুবরিক: বিখ্যাত চলচ্চিত্র পরিচালক কুইজ