দি অ্যাশেজ – সারা বছর ধরে ক্রিকেটপ্রেমীরা অপেক্ষা করেন দ্বি-পাক্ষিক সিরিজটির জন্য। ৫ ম্যাচের এ বার্ষিক সিরিজে খেলা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার যেকোন ক্রিকেটারের স্বপ্ন।
১৮৮২ সাল, অগাস্ট মাস। একটিমাত্র টেস্ট খেলতে ইংল্যান্ড যায় অস্ট্রেলিয়া দল। ওভালে চরম উত্তেজনাপূর্ণ ম্যাচে অধিনায়ক বিলি মারডকের নৈপুণ্যে জয়লাভ করে অস্ট্রেলিয়া। এটি ছিলো দেশের মাটিতে ইংল্যান্ডের প্রথম টেস্ট পরাজয়। ২৯ আগস্টে বিখ্যাত The Sporting Times সংবাদপত্রে প্রকাশিত হয় ইংলিশ ক্রিকেটের অপমৃত্যুর সংবাদ। পরের বছর অস্ট্রেলিয়াতে খেলতে গিয়ে সিরিজ জয়ের পর ব্রিটিশ অধিনায়ক ইভো ব্লাইকে (লর্ড ডার্নলি) উপহার দেয়া হয় ১১ সেমি উঁচু একটি ট্রফি। পরবর্তীতে ট্রফিটি তাঁর নামানুসারে পরিচিত হয় “Darnley urn” নামে। এভাবেই ঐতিহ্যবাহী দি অ্যাশেজ সিরিজের শুরু। ইতিহাসবিখ্যাত এ টুর্নামেন্ট নিয়ে আমাদের এবারের কুইজ।