১৯৭৭ সাল থেকে প্রতি বছর ৪ মে পালন করা হয় স্টার ওয়ার্স দিবস। দিবসের প্রতিপাদ্য May the Fourth be with you। দিনটি উপলক্ষ্যে স্টার ওয়ার্স কুইজটি খেলে ফেলুন।
প্রিকুয়েল ট্রিলজিতে জর্জ লুকাস কম্পিউটার গ্রাফিকস দিয়ে ভরিয়ে দিলেও মূল ট্রিলজিতে পাপেট, কস্টিউম আর সেটের কারসাজি ছিলো বেশি। জেডাই মাস্টার ইয়োডা যেমন পুরোটা সময় চালিত হয়েছে এক প্রখ্যাত পাপেট মাস্টার দিয়ে। ইয়োডার ভয়েসও দিয়েছেন একই ব্যক্তি। কার কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!
-
প্রিকুয়েল ট্রিলজির প্রথম মুভি 'The Phantom Menace'-এ জেডাই নাইট কোয়াই-গন জিন আর ওবি-ওয়ান কেনবির দেখা হয় জার-জার বিংসের সাথে। জার-জারকে পুরো ট্রিলজিতেই জর্জ লুকাস ব্যবহার করেন কমিক রিলিফের জন্য, যদিও ভক্তদের একটা বড় অংশের মাঝে জার-জার বিরক্তির উদ্রেক ছাড়া কিছু করেনি। এই জার-জার কোন গ্রহের বাসিন্দা?
সঠিক!
ভুল!
-
স্টার ওয়ার্স সিরিজের মূল দ্বন্দ্ব হচ্ছে জেডাই ও সিথদের মধ্যে। এ লড়াইয়ে প্রথমবারের মতো সিথরা জয়ী হয় সিনেটর প্যালপাটিনের হাত ধরে, যে হয়ে যায় নতুন এমপেরর। সিনেটর প্যালপাটিনের সিথ নাম ছিলো -
সঠিক!
ভুল!
-
২০১৫ সালে 'Force Awakens' মুভির মাধ্যমে শুরু হয় স্টার ওয়ার্সের নতুন ট্রিলজির। _____ গ্রহ থেকে সিনেমাটি শুরু হয়। নতুন ট্রিলজির মূল চরিত্র রে (Rey) এ গ্রহের বাসিন্দা।
সঠিক!
ভুল!
-
স্টার ওয়ার্সের শুরুতে "A long time ago in a galaxy far, far away...." ভিজুয়ালাইজেশনের সাথে বিখ্যাত হয়ে আছে এর অর্কেস্ট্রা মিউজিক। কোন বিখ্যাত কম্পোজার সিরিজের সব সিনেমার জন্য মিউজিক কম্পোজ করেছেন?
সঠিক!
ভুল!
-
স্টার ওয়ার্সের সব কয়টি মুভিতেই থাকা মূল চরিত্রদের মধ্যে দুইজন কোন প্রাণী নয়, বরং রোবট। এ দুইজনের একজন মানুষাকৃতির রোবট 'C-3PO', তার সঙ্গী রোবট হলো -
সঠিক!
ভুল!
-
হান সোলোর স্পেসশিপ পুরো স্টার ওয়ার্সেরই সবচেয়ে দ্রুতগামী যানগুলোর একটি। মূল ট্রিলজির পরে এটি জায়গা করে নিয়েছে ২০১৫ সালে শুরু হওয়া সিকুয়েল ট্রিলজিতেও। কী নাম ছিলো স্পেসশিপটির?
সঠিক!
ভুল!
-
'Star Wars: A New Hope' মুভিতে আমরা দেখতে পাই প্রখ্যাত জেডাই নাইট ওবি ওয়ান কেনোবি (Obi Wan Kenobi) লুকিয়ে আছে ট্যাটুইন গ্রহে। আত্মগোপনে থাকা এ জেডাইকে ঐ গ্রহের মানুষ _____ নামে চেনে।
সঠিক!
ভুল!
-
মূল সিনেমাগুলোর বাইরে প্রচুর বই, কমিকস আর অ্যানিমেটেড শো থাকলেও ২০১৬ সালে মুক্তি পাওয়া 'Rogue One' হচ্ছে প্রথম অ্যান্থলজি (Anthology) মুভি, যা সিরিজের মূল চরিত্রদের সরাসরি অনুসরণ করে না। সময়ের হিসাবে মুভিটি কোন দুই পার্টের মধ্যে পড়ে?
সঠিক!
ভুল!
-
'Return of the Jedi' মুভিতে প্রিন্সেস লেইয়ার চরিত্রে অভিনয় করা ক্যারি ফিশার অনেকের মনে আলোড়ন তোলেন। এ প্রিন্সেস বন্দী হয় হান সোলোকে উদ্ধার করতে গিয়ে। বন্দী অবস্থা থেকে নিজেই মুক্ত হয় বন্দিকারী এলিয়েনকে হত্যা করে। কী নাম ছিলো সে এলিয়েনের?
সঠিক!
ভুল!
-