in

সৌরজগৎ কুইজ

প্রতিদিন সকাল থেকে রাত নামার আগ পর্যন্ত সূর্যকে দেখতে দেখতে আমরা অনেক সময় ভুলে যাই যে সৌরজগৎ বলে কিছু আছে। আমাদের প্রায় সব কাজ ও চিন্তাভাবনা যেহেতু পৃথিবীকেন্দ্রিক, সেহেতু এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাতে নেপচুন-ইউরেনাস থেমে থাকে না।

সৌরজগতের আট গ্রহের টুকিটাকি নিয়ে আমাদের এ কুইজ। ভালো স্কোর করার জন্য অবশ্য একটু আধটুর চেয়ে একটু বেশিই জানতে হবে!

বিঃদ্রঃ আপনি যদি প্লুটোর প্রাক্তন প্রেমিক হয়ে থাকেন, তাহলে আপনার হতাশা আরো বাড়তে পারে।

সৌরজগৎ: সূর্য ও চাঁদ

– পুরো সৌরজগতের যে ভর, তার মধ্যে ৯৯.৮% ভরই হলো সূর্যের।

– সূর্য অত্যন্ত উত্তপ্ত একটি নক্ষত্র। এর কেন্দ্রের তাপমাত্রা প্রায় ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। নিউক্লিয়ার ফিউশনের কারণে এমন অভাবনীয় তাপমাত্রার সৃষ্টি হয়।

– পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ প্রতি বছর প্রায় ৩.৮ সেন্টিমিটার করে সরে যায়। আগামী ৫০ বিলিয়ন বছর পর্যন্ত এ সরে যাওয়া চলতে থাকবে।

– পৃথিবী থেকে আমরা চাঁদের শুধু একটা অংশ দেখতে পাই। এক সময় মনে করা হতো যে বাকি অংশটা অন্ধকার। কিন্তু এ ধারণা ভুল বলে প্রমাণিত হয়েছে। পৃথিবীকে প্রদক্ষিণ করার সময়েই এটি নিজ অক্ষে আবর্তিত হয়। ফলে চাঁদেও আলাদাভাবে দিন-রাত হয়।

কোন গ্রহের কক্ষপথ অন্য যেকোন গ্রহের কক্ষপথ থেকে আলাদা? গ্রহটি সবসময় একপাশে অনেক ঝুঁকে থাকে।
সঠিক!
ভুল!

-

কোন গ্যাসের কারণে নেপচুনের ঘন নীল আবরণ দেখা যায়?
সঠিক!
ভুল!

-

সবচেয়ে বেশি চাঁদ রয়েছে _____ গ্রহের।
সঠিক!
ভুল!

-

এ গ্রহে কোন ধরনের কঠিন পৃষ্ঠভূমি (Surface) নেই বলে ধরা হয়। গ্রহটির নাম কী?
সঠিক!
ভুল!

-

'Great Red Spot' বলতে _____ গ্রহের ঝড়কে বোঝায়।
সঠিক!
ভুল!

-

যে গ্রহের কোন বায়ুমণ্ডল নেই বলে বিবেচনা করা হয় -
সঠিক!
ভুল!

-

নিচের কোন গ্রহগুলোর চারপাশে বলয় রয়েছে?
সঠিক!
ভুল!

-

বামন গ্রহ প্লুটো (Pluto), হাওমেয়া (Haumea) ও মাকেমাকে (Makemake) সৌরজগতের যে অঞ্চলে অবস্থিত -
সঠিক!
ভুল!

-

_____ গ্রহে সৌরজগতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অবস্থিত।
সঠিক!
ভুল!

-

নিচের যে গ্রহে সূর্য পশ্চিম দিকে ওঠে -
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

সৌরজগৎ কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের




What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

গাড়ির ব্র্যান্ড কুইজ - কুইজার্ডস

গাড়ির ব্র্যান্ড কুইজ

নেপচুন: রোমান দেবতা - কুইজার্ডস

রোমান দেবতা ও দেবী কুইজ