প্রতিদিন সকাল থেকে রাত নামার আগ পর্যন্ত সূর্যকে দেখতে দেখতে আমরা অনেক সময় ভুলে যাই যে সৌরজগৎ বলে কিছু আছে। আমাদের প্রায় সব কাজ ও চিন্তাভাবনা যেহেতু পৃথিবীকেন্দ্রিক, সেহেতু এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাতে নেপচুন-ইউরেনাস থেমে থাকে না।
সৌরজগতের আট গ্রহের টুকিটাকি নিয়ে আমাদের এ কুইজ। ভালো স্কোর করার জন্য অবশ্য একটু আধটুর চেয়ে একটু বেশিই জানতে হবে!
বিঃদ্রঃ আপনি যদি প্লুটোর প্রাক্তন প্রেমিক হয়ে থাকেন, তাহলে আপনার হতাশা আরো বাড়তে পারে।
সৌরজগৎ: সূর্য ও চাঁদ
– পুরো সৌরজগতের যে ভর, তার মধ্যে ৯৯.৮% ভরই হলো সূর্যের।
– সূর্য অত্যন্ত উত্তপ্ত একটি নক্ষত্র। এর কেন্দ্রের তাপমাত্রা প্রায় ১৫ মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। নিউক্লিয়ার ফিউশনের কারণে এমন অভাবনীয় তাপমাত্রার সৃষ্টি হয়।
– পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ চাঁদ প্রতি বছর প্রায় ৩.৮ সেন্টিমিটার করে সরে যায়। আগামী ৫০ বিলিয়ন বছর পর্যন্ত এ সরে যাওয়া চলতে থাকবে।
– পৃথিবী থেকে আমরা চাঁদের শুধু একটা অংশ দেখতে পাই। এক সময় মনে করা হতো যে বাকি অংশটা অন্ধকার। কিন্তু এ ধারণা ভুল বলে প্রমাণিত হয়েছে। পৃথিবীকে প্রদক্ষিণ করার সময়েই এটি নিজ অক্ষে আবর্তিত হয়। ফলে চাঁদেও আলাদাভাবে দিন-রাত হয়।