বাংলা সাহিত্যের একটি বিখ্যাত গোয়েন্দা চরিত্রকে নিয়ে 'চিড়িয়াখানা' নামের চলচ্চিত্র নির্মাণ করেন সত্যজিৎ রায়। এ চরিত্রের ভূমিকায় ছিলেন খ্যাতনামা অভিনেতা উত্তম কুমার। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট চরিত্রটির নাম -
সঠিক!
ভুল!
-
দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকা নির্বাচিত সেরা ১০০০ ছবির তালিকায় রয়েছে '_____'। তেতাল্লিশের মন্বন্তর/দুর্ভিক্ষকে ঘিরে আবর্তিত হয়েছে এর কাহিনী।
সঠিক!
ভুল!
-
ফেলুদা বাংলা সাহিত্যের অত্যন্ত জনপ্রিয় এক গোয়েন্দা চরিত্র। নিজের সৃষ্টি এ চরিত্রকে নিয়ে শুধু গল্পই লেখেন নি সত্যজিৎ রায়, দুইটি চলচ্চিত্রও নির্মাণ করেন। চলচ্চিত্রগুলো হলো -
সঠিক!
ভুল!
-
'প্রতিদ্বন্দ্বী', 'সীমাবদ্ধ' ও 'জন অরণ্য' - এ তিনটি মুভিকে বলা হয় _____ ট্রিলজি।
সঠিক!
ভুল!
-
রবীন্দ্রনাথ ঠাকুরের তিনটি গল্পের ভিত্তিতে 'তিন কন্যা' নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায়। কবির ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে এটি মুক্তি পায়। মুভির দুইটি গল্প হলো 'মণিহারা' ও 'সমাপ্তি'। অন্যটি '_____'।
সঠিক!
ভুল!
-
বিখ্যাত 'হীরক রাজার দেশে' চলচ্চিত্রের মূল চরিত্রগুলোর প্রায় সবাই ছড়ার মাধ্যমে কথা বলে। শুধু একটি চরিত্র বাদে। কোন চরিত্র?
সঠিক!
ভুল!
-
১৯৫৫ সালে মুক্তি পায় সত্যজিৎ রায়ের প্রথম চলচ্চিত্র। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রের নাম কী?
সঠিক!
ভুল!
-
১৯৯১ সালে সত্যজিৎ রায়ের সর্বশেষ চলচ্চিত্র বের হয়। কলকাতায় বসবাসকারী এক উচ্চবিত্ত পরিবারে হঠাৎ করে পুরানো এক সদস্যের আবির্ভাব ঘটে - এমন কাহিনীকে কেন্দ্র করে ড্রামা মুভিটি নির্মিত। '_____' হলো এর নাম।
সঠিক!
ভুল!
-
সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্র ব্যাপক প্রশংসিত হয়। বার্লিন চলচ্চিত্র উৎসবের সেরা ছবি ক্যাটেগরিতে ("Golden Bear" পুরস্কার) মনোনয়ন পায় এটি। কোন মুভির কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!
-
সত্যজিৎ রায়ের ক্যারিয়ারে বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র বা ডকুমেন্টারি ফিল্ম রয়েছে। এর মধ্যে চারটি হলো ব্যক্তিনির্ভর, যার মধ্যে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বিনোদবিহারী মুখোপাধ্যায় ও বালাসরস্বতী। আরেকজন কে?
সঠিক!
ভুল!
-