ভালোবাসা নি:সন্দেহে মানুষের সবচেয়ে মৌলিক ও গুরুত্বপূর্ণ কয়েকটি আবেগের একটি। মানব সভ্যতার শুরু থেকে সৃজনশীলতার একটি বড় প্রভাবক ও বিষয়বস্তুও ছিলো এই ভালোবাসা। তাই একে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে অসংখ্য অমর সাহিত্যকর্ম। অবশ্য ভালোবাসা যে সবসময় রোমান্টিক বা ভালো কিছুর জন্ম দিয়েছে, তা নয়। ইতিহাসের অনেক বিখ্যাত লড়াই ও যুদ্ধের পেছনে ছিলো ভালোবাসার কাহিনী।
পৃথিবীর বিভিন্ন পৌরাণিক কাহিনী পড়লে একটা বিষয় লক্ষ করা যায় – এগুলোর বড় অংশ জুড়ে রয়েছে রোমান্টিসিজম। আধুনিক সময়ে এসেও অবস্থার খুব বেশি পরিবর্তন হয় নি। বর্তমানে সেলিব্রিটিদের প্রেম-ভালোবাসা মানেই খবরের কাগজের বিনোদন পাতার সবচেয়ে আকাঙ্ক্ষিত সংবাদ!
ভালোবাসা নিয়ে আমাদের এত মাতামাতির কারণে ১৪ ফেব্রুয়ারিকে ভালোবাসা দিবস হিসাবে বিশ্বব্যাপী পালন করা হয়। অবশ্য বাকি ৩৬৪ দিনেও অনেকে একে নিয়ে মশগুল হয়ে থাকেন। ফেসবুকের “Who will be your valentine?” অ্যাপ নিয়ে ঘাঁটাঘাঁটি তাই বন্ধ হতে দেখা যায় না কখনো।
এবারের কুইজে থাকছে রোমান্টিক সাহিত্য, চলচ্চিত্র, মিথলজিসহ বিভিন্ন বিষয়ের উপর পাঁচমিশালি একটি কুইজ।