in ,

কুইজমাস্টার্স লাউঞ্জ কুইজ: চতুর্থ পর্ব

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার প্রশ্ন নিয়ে কুইজমাস্টার্স লাউঞ্জ নামের একটি সিরিজ প্রকাশ করে থাকি আমরা। এর প্রথম পর্বে ঢাকা মেডিকেল কলেজের একটি কুইজ, দ্বিতীয় পর্বে ব্যাঙ্গালোর মিল্যাঞ্জ কুইজ ও তৃতীয় পর্বে ফ্রেঞ্চ কালচারাল কুইজের প্রশ্ন ছিলো। এবারের পর্বে থাকছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একটি কুইজ। আপনাদের সুবিধার্থে আমরা শুধু দশটি প্রশ্ন নির্বাচন করেছি। অবশ্য প্রশ্নগুলোতে কিছু পরিবর্তন করা হয়েছে। কুইজের বিষয় একটাই – বিজ্ঞান ও প্রযুক্তি।

এবারের পর্বের কুইজমাস্টার হিসাবে থাকছেন সাজ্জাদ হোসেন মুকিত।

কুইজমাস্টার্স লাউঞ্জ: সেরা ৭

দশে দশ পাওয়া প্রথম ৫ ব্যক্তির নাম প্রকাশ করার ঘোষণা দিয়েছিলাম আমরা। দুইজন বোনাস বিজয়ীর নামও যোগ করা হয়েছে!

– Farhan Israq
– Shafqat Amin Inan
– Tauheed Enamul Hoque
– Masafi Mustafa Haider
– Redwan Reham
– Zahid Inkiad
– Faiyaz Saqif Khan Samit

আইফেল টাওয়ার থেকে অনুপ্রাণিত হয়ে ১৮৯৫ সালে রাশিয়ান বিজ্ঞানী কনস্টান্টিন সলকভস্কি এমন একটি টাওয়ারের প্রস্তাব আনেন যা মহাকাশ পর্যন্ত পৌঁছাবে। জেরোম পিয়ারসন নামের একজন প্রকৌশলী এর উপর টেকনিক্যাল পেপারও লেখেন। বিখ্যাত কল্পকাহিনী লেখক আর্থার সি ক্লার্ক তাঁর একটি উপন্যাসে ব্যবহার করেন ধারণাটি। কীসের কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!

-

চাঁদে বানানো একটি বাড়ির বারান্দায় বসে আলবার্ট আইনস্টাইন ও আইজ্যাক নিউটন "The Big Bang Theory" ও "Doctor Who" টিভি সিরিজ নিয়ে বিতর্ক করছেন। কিন্তু কেউ কারো কথা শুনতে পাচ্ছেন না। কাল্পনিক এ ঘটনায় কেউ কারো কথা শুনতে না পাবার বৈজ্ঞানিক কারণ কী?
সঠিক!
ভুল!

-

"To organize the world's information and make it universally accessible and useful" - কোন বিখ্যাত কোম্পানির লক্ষ্য এটি?
সঠিক!
ভুল!

-

তাঁর কাজের উপর ভিত্তি করে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে গবেষণার সূচনা ঘটে বলে বিবেচনা করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় শত্রুপক্ষের - বিশেষ করে জার্মানির - গোপন সংকেতের অর্থ উদ্ধারে অসামান্য ভূমিকা পালন করেন তিনি। এ ব্রিটিশ গণিতবিদ হলেন -
সঠিক!
ভুল!

-

_____ মানবদেহের একমাত্র টিস্যু যেখানে রক্ত সরবরাহ নেই। বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে এটি।
সঠিক!
ভুল!

-

গাণিতিক _____ সিরিজ শুরু হয় ০ থেকে। সিরিজের পরবর্তী সংখ্যাগুলোর প্রত্যেকটি তার পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল (উদাঃ ০, ১, ১, ২, ৩, ৫, ৮...)।
সঠিক!
ভুল!

-

সাতোশি নাকামোতো নামের একজন ব্যক্তি এ ডিজিটাল মুদ্রার প্রবর্তক। ব্যাংকের মতো কোন নিয়ন্ত্রণকারী সংস্থার সাহায্য ছাড়াই অর্থ বিনিময় ঘটে এতে। প্রচলিত ব্যবসার পাশাপাশি অপরাধীদের সংগঠনগুলোও এ মুদ্রা ব্যবহার করায় আলোচিত-সমালোচিত হয়েছে এটি। কোন মুদ্রার কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!

-

প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সুবিধা পৌঁছে দেবার লক্ষ্যে গুগল এ প্রজেক্ট হাতে নেয়। মাটি থেকে প্রায় ৩২ কিলোমিটার উঁচুতে বেলুন ছেড়ে দিয়ে থ্রিজি গতির নেট সরবরাহ করার ব্যবস্থা নেয়া হয় এতে। এ প্রজেক্টের নাম -
সঠিক!
ভুল!

-

২০১৪ সালে ইউরোপিয়ান স্পেস এজেন্সির রোজেটা স্পেসক্রাফটের রোবোটিক ল্যান্ডার একটি ধুমকেতুতে অবতরণের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করে। দশ বছরের ভ্রমণে প্রায় ৬ বিলিয়ন মাইল পথ পাড়ি দেয় স্পেসক্রাফটটি। এর ল্যান্ডারের নাম _____।
সঠিক!
ভুল!

-

A, T, G, C - সকল জীবে প্রাকৃতিকভাবে এ চারটি নিউক্লিওটাইড বা জৈবিক অণু থাকে। ২০১৪ সালে স্ক্রিপস রিসার্চ ইন্সটিটিউটের একদল বিজ্ঞানী ব্যাকটেরিয়ার ডিএনএতে কৃত্রিমভাবে নিউক্লিওটাইড তৈরি করতে সক্ষম হন। কয়টি নিউক্লিওটাইড?
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

কুইজমাস্টার্স লাউঞ্জ কুইজ: চতুর্থ পর্ব I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Quizards Desk

Happy Quizzing.

মিশরিয় মিথলজি কুইজ - কুইজার্ডস

মিশরীয় মিথলজি কুইজ

পানামা পেপারস কুইজ - কুইজার্ডস

পানামা পেপারস কুইজ