অন্য সব বছরের মতো ২০১৪ সালেও মানুষের ব্যক্তিগত জীবনে যেমন ছিলো হাসি-কান্না-আনন্দ-বেদনা, তেমনি সারা বিশ্বে বছরজুড়ে ছিলো সাফল্য-ব্যর্থতার নানা ঘটনা। রাজনীতি, খেলাধুলা, বিনোদন, বিজ্ঞান ও প্রযুক্তি – কোন ক্ষেত্রে বড় সংবাদ শিরোনামের অভাব পড়েনি। রাজনীতির প্রেক্ষাপটে বছরটি ছিলো বিশেষ গুরুত্বপূর্ণ। রাশিয়ান ফেডারেশনে ক্রিমিয়ার যোগদান আন্তর্জাতিক সংকটের জন্ম দেয়। এছাড়া বিশ্বের প্রায় ৫০টি দেশে গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয় সে বছর। অন্যদিকে জঙ্গীবাদী “ISIL” আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে নতুন করে আলোচনায় তুলে আনে। রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ যেমন ছিলো, তেমনি ছিলো গণতান্ত্রিক অধিকারের আপোষহীন আন্দোলন। ২০১৪ সালের রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এমন কিছু ঘটনা নিয়ে সাজানো এ কুইজ।
২০১৫ সালে কুইজটি প্রথম প্রকাশ করেছিলাম আমরা। কিছু নতুন প্রশ্ন দিয়ে আপডেট করা হয়েছে এটি।
রাজনীতি কুইজ:স্কোরের ছবি কৃতজ্ঞতা
১. জি জিনপিং, চীনের প্রেসিডেন্ট: President of Russia (Website)/CC BY 4.0
২. ভ্লাদিমির পুতিন, রাশিয়ার প্রেসিডেন্ট: President of Russia (Website)/CC BY 4.0