অলিম্পিক গেমসের সাথে আমরা সবাই পরিচিত। বিশ্ব ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ এ আসরের সূচনা হয় প্রাচীন অলিম্পিয়াতে। অবশ্য সে সময় বিজয়ীরা কোন পদক পেতো না।
Citius, Altius, Fortius (লাতিন) বা “Faster, Higher, Stronger.” মটোটি ধারণ করে নতুনভাবে অলিম্পিকের যাত্রা শুরু হয় ১৮৯৬ সালে। ফ্রান্সের ব্যারন পিয়েরে দ্য কুবার্তো এ উদ্যোগ গ্রহণ করেন। তবে এটি মূলত একটি গ্রীষ্মকালীন প্রতিযোগিতা হিসাবে অনুষ্ঠিত হতো। ১৯২৪ সালে শীতকালীন সংস্করণ প্রবর্তন করে এ গেমসের পরিচালনা সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
অলিম্পিকের ইতিহাস আজকের কুইজের মূল বিষয়। অবশ্য এ কুইজে অ্যাথলেট-খেলোয়াড়দের নিয়ে কোন প্রশ্ন থাকছে না।