উত্তর ইউরোপে আর্কটিক সাগরের কনকনে শীতের মধ্যে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক আর আইসল্যান্ড – এই পাঁচটি দেশ। এদের আমরা স্ক্যান্ডিনেভিয়া নামে চিনি। এই স্ক্যান্ডিনেভিয়ানদের আদি বংশধরেরাই হলো নর্সমেন (Norsemen)। নর্সদের পৌরাণিক কাহিনীগুলোকে আমরা নর্স মিথলজি হিসেবে জানি।
এ কুইজে থাকছে নর্স মিথলজির বিভিন্ন জগত ও দেবতাদের নিয়ে দশটি প্রশ্ন।
এক নজরে নর্স মিথলজি
মধ্যযুগে স্ক্যান্ডিনেভিয়াতে খ্রিস্টান ধর্ম প্রবেশের আগে নর্সদের মধ্যে নিজস্ব ধর্ম প্রচলিত ছিলো। তবে সে ধর্মের কোন নাম ছিলো না। ঐতিহ্য হিসাবেই একে পালন করা হতো। নর্স মিথলজি ছিলো এ ধর্মের একটি অংশ।
জগৎ সম্বন্ধে নর্সদের ধারণা ছিলো খুব অদ্ভুত। তারা বিশ্বাস করতো যে সবকিছুর আদিতে আছে একটা বিশাল গাছ। সেই গাছ থেকেই বিভিন্ন জগতের শুরু। একেক জগতে একেক ধরনের জাতি বাস করে। কোনটায় দেবতা, কোনটায় মানুষ, কোনটায় দৈত্য, বামন অথবা এলফরা।
নর্স দেবতাদের কেচ্ছাকাহিনীও বিচিত্র। দেবতাদের অনেকে ভাবুক, অনেকে শান্তশিষ্ট, অনেকে আবার রাগী। যুদ্ধও হয় এসব দেবতার মধ্যে। নর্সদের মতে, ভবিষ্যতে এমন একটা দিন আসবে যেদিন একটা বড় আকারের যুদ্ধ হবে সবার মধ্যে। দেবতা, দৈত্য ও মানুষ – কেউ বাদ যাবে না এ যুদ্ধ থেকে। যুদ্ধ শেষে সব জগৎ পানিতে ডুবে যাবে!
One Comment