in ,

জাতীয় খেলা কুইজ: ঘোষিত বা অঘোষিত

জাতীয় খেলা কুইজ - কুইজার্ডস

একটা দেশে বিভিন্ন খেলার প্রচলন থাকে। এসব খেলা সে দেশের সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। বিভিন্ন দেশে আনুষ্ঠানিকভাবে জাতীয় খেলা ঘোষণা করা হয়। অবশ্য এটা সবসময় ঘটে না। অনেক দেশেই একটা নির্দিষ্ট খেলাকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া হয় না। এরপরও ঐতিহ্যগতভাবে কোন একটা খেলাকে সবাই জাতীয় খেলা হিসাবে ধরে নেন। অন্য সব খেলাকে পেছনে ফেলে আলাদাভাবে মর্যাদা পাবার মানদণ্ড কী? এ প্রশ্নের সঠিক কোন উত্তর নেই আসলে।

আমাদের আজকের কুইজটি বিভিন্ন দেশের জাতীয় খেলা নিয়ে। আশা করি, খেলাপ্রিয় মানুষ না হলেও উপভোগ করবেন!

কুইজ - কুইজার্ডস

জাতীয় খেলা: টুকিটাকি

একটা খেলাকে জাতীয় মর্যাদা দেবার ক্ষেত্রে জনপ্রিয়তার ভূমিকা থাকতে পারে। নাও থাকতে পারে। ইংল্যান্ডের কথাই ধরা যাক। দেশটিতে ফুটবল ও ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় দুইটি খেলা। কিন্তু এদের একটিও আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় নি।

সাধারণত দুইভাবে একটা দেশের প্রধান খেলা নির্ধারিত হয়।
১. de facto: আইনমতে প্রতিষ্ঠিত নয় এমন (উপরের উদাহরণ);
২. de jure: আইনমতে প্রতিষ্ঠিত (উদাহরণ: বাংলাদেশ)।

পাঁচ উদাহরণ

অস্ট্রেলিয়া – ক্রিকেট

আর্জেন্টিনা – পাতো

কিউবা – বেসবল

চীন – টেবিল টেনিস

ভূটান – আর্চেরি (তীর-ধনুক)

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

জাতীয় খেলা কুইজ: ঘোষিত বা অঘোষিত I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Shafqat Amin Inan

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশলে পড়ছি। ভবিষ্যতে পরমাণু বিজ্ঞানী হতে চাই। ২০১৩ – ১৪ তে কুইজ করেছি নটরডেম গ্রীন এবং নটরডেম গোল্ডের হয়ে। স্কুল পর্যায়ে কুইজ করেছি সেন্ট জোসেফ ওমেগা টিমের হয়ে।

One Comment

বোনো: স্টেজের নাম কুইজ - কুইজার্ডস

স্টেজের নাম, আসল নাম: মিউজিক কুইজ

রাজধানী বিষয়ক ই-পোস্টার ১ - কুইজার্ডস

রাজধানী বিষয়ক ই-পোস্টার ১