মানবজাতির ইতিহাস বৈচিত্র্যে ভরপুর। বহু বছর ধরে বহু সভ্যতা এসেছে পৃথিবীর বুকে। সময়ের সাথে সেগুলো হারিয়েও গেছে। কিন্তু থেকে গেছে তাদের টুকরো টুকরো নিদর্শন। সেসব নিদর্শন ধারণা দেয় মানুষের কল্পনার বিস্তার সম্পর্কে। এর একটি অকাট্য প্রমাণ হলো হাজার বছর ধরে রয়ে যাওয়া বহু পৌরাণিক কাহিনী, রূপকথা ও উপকথা- যাদের এক কথায় বলে মিথলজি (Mythology)। প্রত্যেক দেশের নিজস্ব ফোকলোর, মিথ রয়েছে। এসব পড়লে অবাক হতে হয় মানুষের কল্পনাশক্তির কথা চিন্তা করে।
এ কুইজে দশটি প্রশ্ন থাকবে। প্রত্যেকটা প্রশ্ন কোন কাল্পনিক চরিত্রকে নিয়ে। আপনাদের কেবল বলতে হবে কোন চরিত্রটি কোন দেশের, সভ্যতার বা কোন পৌরাণিক কাহিনী/উপকথা থেকে এসেছে।
শুরু করা যাক তাহলে!