গান মানে শুধু কথা আর সুর নয়। সঙ্গীতকে জীবন্ত করে তোলার জন্য প্রাচীনকাল থেকে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র ব্যবহৃত হয়ে আসছে। এক্ষেত্রে পশ্চিমের অবদান অনেক বেশি হলেও পূর্বের অবদান নিতান্ত তুচ্ছ নয়।
প্রধানত ইউরোপীয় উচ্চাঙ্গ সঙ্গীতে ব্যবহৃত বিভিন্ন যন্ত্র নিয়ে আমাদের আজকের আয়োজন। দশটি ছবি দেয়া রয়েছে কুইজে। আপনাকে তাদের নাম চিহ্নিত করতে হবে।
নির্বাচিত বাদ্যযন্ত্র: পিয়ানো
পিয়ানোফোর্তে (Pianoforte) ও জার্মান ক্ল্যাভিয়ার (German Klavier) হলো পিয়ানোর অন্য নাম। বার্তোলোমেয়ো ক্রিস্টোফোরি নামে ইতালির একজন হার্পসিকর্ড নির্মাতাকে এ বাদ্যযন্ত্রের উদ্ভাবক হিসাবে গণ্য করা হয়। তিনি এর নাম রেখেছিলেন gravicembalo col piano e forte যার অর্থ – যে হার্পসিকর্ড কোমল সুরে ও বড় আওয়াজ করে বাজে। মূলত এ নাম থেকেই বর্তমান নামের উৎপত্তি। ঠিক কবে নাগাদ ক্রিস্টোফোরি প্রথম পিয়ানো নির্মাণ করেন, তা জানা যায় না। তবে ধারণা করা হয় যে আঠারো শতকের দিকে তাঁর নতুন এ বাদ্যযন্ত্র পরিচিতি পাওয়া শুরু করে।