মোহাম্মদ আলী (১৭ জানুয়ারি ১৯৪২ – ৩ জুন ২০১৬) বক্সিংয়ের ইতিহাসে অবিস্মরণীয় এক নাম। হাতের গতি, অসাধারণ ক্ষীপ্রতা আর রিংয়ের মধ্যে সবসময় চঞ্চল হয়ে থাকার সামর্থ্য তাঁকে এনে দিয়েছিলো একের পর এক জয়। তবে প্রতিপক্ষকে শুধু বক্সিং রিংয়েই হারাতে চাইতেন না। ম্যাচের আগে কথার লড়াই চালাতেও পিছপা হতেন না বিংশ শতাব্দীর অন্যতম সবচেয়ে প্রভাবশালী এ খেলোয়াড়। তাঁকে নিয়ে আমাদের এবারের কুইজ।
মোহাম্মদ আলী: যেভাবে বক্সার হয়ে ওঠা
১৯৪২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্টাকি স্টেটের লুইসভিলে জন্ম মোহাম্মদ আলীর। ক্যাসিয়াস মারসেলাস ক্লে জুনিয়র ছিলো তাঁর নাম। তবে নামটি কখনো পছন্দ করেননি তিনি। ১৯৬৪ সালে ইসলাম ধর্ম গ্রহণ করার পর মোহাম্মদ আলী হিসাবে নতুন পরিচয় নেন।
He who is not courageous enough to take risks will accomplish nothing in life.
১২ বছর বয়সে একটি ঘটনা বদলে দেয় মোহাম্মদ আলীর জীবন। নিজের সাইকেল চুরি হবার পর তিনি পুলিশের কাছে অভিযোগ দিতে যান। চোরকে খুঁজে পেলে মারবেন বলে হুমকিও দেন। “এমন হুমকি দেবার আগে কীভাবে মারতে হয়, তা শিখতে হবে” – জো মার্টিন নামের স্থানীয় পুলিশ তাঁকে এমন কথাই বলেন। তাঁর কাছ থেকে বক্সিংয়ের প্রাথমিক শিক্ষা নেন আলী।
১৯৬০ সালে শুরু হয় “The Greatest” হিসাবে পরিচিত বক্সার আলীর ক্যারিয়ার।
স্কোরের ছবি কৃতজ্ঞতা
মোহাম্মদ আলী, ১৯৬৬: Dutch National Archives/CC BY-SA 3.0 NL