উপমহাদেশে দীর্ঘ সময় ধরে প্রভাব বিস্তার করা মুঘল সাম্রাজ্যের ইতিহাস নিয়ে আমরা ছোটবেলা থেকে জেনে আসছি। বৈচিত্র্যময় এ সাম্রাজ্যের গুরুত্বের কথা ভেবে আমরা প্রকাশ করেছিলাম একটি কুইজ। আজ থাকছে এ সিরিজের দ্বিতীয় পর্ব।
মুঘল সাম্রাজ্যের ইতিহাস: নির্বাচিত নিদর্শন
উপরের ছবিতে দেখা যাচ্ছে দিল্লি গেটকে। এটি মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন আগ্রা দুর্গের একটি অংশ। এখানে রয়েছে বিখ্যাত জাহাঙ্গীর প্রাসাদ। বহু আগে থেকে এখানে একটা দুর্গ ছিলো। ষোড়শ শতাব্দীতে সম্রাট আকবর তা নতুন করে নির্মাণ করেন। তাঁর মৃত্যুর পর সিংহাসনে সম্রাট জাহাঙ্গীরের অভিষেক হয়েছিলো ঐতিহাসিক এ দুর্গে। মুঘল সম্রাটদের স্মৃতিবিজড়িত স্থাপনাটি পেয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদা।
বিস্তারিত জানতে চান? যেতে পারেন এখানে।