মানব সভ্যতার ইতিহাসে আমরা যতগুলো পরাক্রমশালী সাম্রাজ্যকে দেখেছি, সেগুলোর মধ্যে মুঘল সাম্রাজ্য অন্যতম। এ সাম্রাজ্য প্রায় দুই শতাব্দীরও বেশি সময় ধরে আধিপত্য বিস্তার করেছে বাংলাসহ ভারতবর্ষের এক বিশাল ভূ-খন্ডের বিপুল জনগোষ্ঠীর ওপর। মধ্যএশীয় মুঘল শাসকদের সাথে সাথে এ উপমহাদেশে প্রবেশ করেছিলো মধ্য এশিয়া, আরব ও পারস্য সংস্কৃতির নানা উপাদান। আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে স্থাপত্যধারায় মুঘলদের অভিজাত রুচি ও বনেদি সংস্কৃতির ছাপ এখনো লক্ষ করা যায়। এ সাম্রাজ্যের শাসকরাও ছিলেন ব্যাপক জনপ্রিয়।
মুঘল সাম্রাজ্য, সম্রাট, সংস্কৃতি ও স্থাপত্য নিয়ে পাঁচমিশালি কুইজ সিরিজের প্রথম পর্ব থাকছে আজ।
মুঘল সাম্রাজ্য: এক নজরে তাজ মহল
নির্মাণকাল: ১৬৩১-১৬৫৩
নির্মাতা: সম্রাট শাহ জাহান (স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে)
নির্মাণব্যয়: ৩২ কোটি রুপি
স্থাপত্যের ধরন: মুঘল (পার্সিয়ান, ইসলামিক ও ভারতীয় ধরনের মিশ্রণ)
অবস্থান: ভারতের উত্তর প্রদেশে (আগ্রা)
তাজ মহল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইটে।
দেখা যাক আপনার জ্ঞান কতোটা মোঘলাই!
One Comment