যে দেশের কথা বলা হচ্ছে, সে দেশের মানুষের কমলা রং নিয়ে দুর্বলতা রয়েছে। দেশটির জাতীয় ফুটবল দলের জার্সিতেও এ দুর্বলতা লক্ষ করা যায়। দেশের নাম -
সঠিক!
ভুল!
-
টেস্ট স্ট্যাটাস পাবার পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল প্রথম ম্যাচ খেলে ভারতের বিপক্ষে, ২০০০ সালের নভেম্বর মাসে। প্রথম ইনিংসেই সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল। কত রানের স্কোর ছিলো তাঁর?
সঠিক!
ভুল!
-
Three Studies of Lucian Freud নামের চিত্রকর্মটি ২০১৩ সালে ১৪২ মিলিয়ন ডলারে বিক্রি হয়ে রেকর্ড গড়ে। এ ছবির শিল্পী কে?
সঠিক!
ভুল!
-
২০১৪ সালের মার্চ মাসে মালয়েশিয়ান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমান MH370 নিখোঁজ হবার ঘটনা সারা বিশ্বে আলোড়ন তোলে। এ ফ্লাইট পরিচালিত হয়েছিলো একটি বোয়িং এয়ারক্রাফট দিয়ে। কোন দেশের প্রতিষ্ঠান এটি?
সঠিক!
ভুল!
-
১৮৩৯-৪২ সালে ব্রিটিশ সাম্রাজ্য ও চীনের কিং রাজবংশের মধ্যে বিখ্যাত _____ যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধ শেষে স্বাক্ষরিত হয় নানকিং চুক্তি।
সঠিক!
ভুল!
-
প্রয়াত সাংবাদিক ফজলে লোহানী আশি ও নব্বইয়ের দশকে বাংলাদেশ টেলিভিশনে একটি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান উপস্থাপনা করতেন। এখান থেকেই 'ইত্যাদি' অনুষ্ঠানের অনুপ্রেরণা পেয়েছিলেন হানিফ সংকেত। অনুষ্ঠানটির নাম কী ছিলো?
সঠিক!
ভুল!
-
বৃহত্তর ময়মনসিংহের বহু অঞ্চল ঘুরে সংগৃহীত রূপকথাগুলোকে একত্র করে বিখ্যাত "ঠাকুরমার ঝুলি" বইটি প্রকাশ করেছিলেন _____।
সঠিক!
ভুল!
-
সৌরজগতের সর্বোচ্চ পর্বত হিসাবে এখন পর্যন্ত বিবেচনা করা হয় অলিম্পাস মন্সকে। কোন গ্রহে এটি অবস্থিত?
Image Credit: NASA
সঠিক!
ভুল!
-
সুইডিশ উদ্ভাবক আলফ্রেড নোবেল বিশ্বের অন্যতম সবচেয়ে মর্যাদাপূর্ণ নোবেল পুরস্কার প্রচলন করেন। সাহিত্য, অর্থনীতি, রসায়ন, পদার্থবিজ্ঞান, চিকিৎসা ও শান্তি - এ ছয় ক্যাটাগরি রয়েছে পুরস্কারটিতে। এর মধ্যে _____ ক্যাটাগরির পদক নরওয়ে থেকে নির্বাচন করা হয়।
সঠিক!
ভুল!
-
নওগাঁ জেলায় অবস্থিত একটি বিখ্যাত স্থাপনা হলো সোমপুর বিহার। এটি কার শাসনামলে নির্মিত হয়?
Image Credit: Man Bartlett/Flickr/CC BY 2.0
সঠিক!
ভুল!
-