বর্তমানে সারা বিশ্বের কমিকপ্রেমীদের মধ্যে মাঙ্গার জনপ্রিয়তা অনেক। এগুলোর উপর ভিত্তি করে আজ পর্যন্ত বহু অ্যানিমেও তৈরি হয়েছে। মাঙ্গা বলতে সাধারণত জাপান থেকে তৈরি হওয়া বা জাপানি ভাষার কমিকগুলোকে বোঝায়। অবশ্য জাপানিজদের কাছে যেকোন কমিকসই মাঙ্গা। তাই নির্দিষ্টভাবে এর সংজ্ঞা দেয়া কঠিন। এছাড়া গত কয়েক দশক ধরে জাপানের বাইরেও প্রকাশ করা হচ্ছে এমন কমিকস।
মাঙ্গা যেভাবে এলো
জাপানিজ কমিকসের ইতিহাস বেশ পুরানো। একাদশ শতাব্দীতে তোবা সোজো বা কাকুয়ু নামের একজন ব্যক্তি স্ক্রলে কাহিনী আঁকার মাধ্যমে এর প্রাথমিক ধারণা নিয়ে আসেন। পরবর্তীতে হোকুসাই কাৎসুশিকা প্রথমবারের মতো মাঙ্গা শব্দটি ব্যবহার করেন। মজার ব্যাপার হলো, তিনি মূলত তাঁর ছাত্রদের জন্য বিভিন্ন স্কেচ এঁকেছিলেন, যেগুলো মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে।
পশ্চিমা শিল্পীদের দ্বারা অনুপ্রাণিত একজন কার্টুনিস্ট রাকুতেন কিতাজাওয়া আধুনিক মাঙ্গার প্রচলন করেন। ১৯৩০ সালের মধ্যেই ছবিনির্ভর প্রকাশনাকে ঘিরে জাপানে বহু ম্যাগাজিন বের হয়। এগুলো বিনোদনমূলক কার্টুনের পাশাপাশি রাজনৈতিক কার্টুনও ছাপাতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানিজ কমিকস শিল্প আর্থিক ক্ষতির মুখে পড়ে। কমে যায় রঙের ব্যবহার। কিন্তু ধীরে ধীরে আবারো মাঙ্গার প্রসার ঘটে।
আজকের কুইজে থাকছে বিভিন্ন মাঙ্গা সিরিজের উপর দশটি প্রশ্ন। বিষয়ের জটিলতার কারণে অ্যাডভান্সড কুইজই বলা যায় একে!