বইপড়ুয়াদের মধ্যে সবাই যে সাহিত্য পছন্দ করেন, তা নয়। আবার সাহিত্যের বিভিন্ন শাখার ব্যাপারে একেকজনের মতামত ও অনভূতি একেক রকম। বাংলা সাহিত্যের সাথে আমাদের পরিচয় তুলনামূলকভাবে হয়তো বেশি। তাই বলে বিশ্বের বিভিন্ন প্রান্তের গল্প, কবিতা, উপন্যাস আর নাটকের কাছ থেকে বঞ্চিত নই আমরা। এ ব্যাপারে অনুবাদ বইগুলো কৃতিত্ব পাবার যোগ্য। এগুলোর কল্যাণে বাইরের লেখাগুলো পড়া দিন দিন আরো সহজ হয়ে উঠেছে।
এক সময় সাহিত্যিকদের সম্পর্কে জানাটা কিছুটা হলেও কঠিন ছিলো আমাদের জন্য। কিন্তু তথ্যপ্রযুক্তির যুগে আমরা তাদের ব্যাপারে বেশি করে জানার সুযোগ পাচ্ছি। অবশ্য বাংলা লেখক-লেখিকাদের নিয়ে নির্ভরযোগ্য তথ্য ইন্টারনেটে পাওয়া এখনো সহজ হয়ে ওঠে নি।
সাহিত্যের সাথে সম্পর্কিত সাধারণ কিছু তথ্য নিয়ে আজকের কুইজ। তবে কোন নির্দিষ্ট বিষয়কে প্রাধান্য দেয়া হয় নি এ কুইজে।