গেরিলা অপারেশন চালানোর জন্য একদল তরুণ মুক্তিযোদ্ধা ঢাকা শহরে গঠন করেছিলো বিশেষ একটি দল। কী নামে তাঁদেরকে চিনি আমরা? শহীদ রুমী এর একজন সদস্য ছিলেন।
সঠিক!
ভুল!
-
১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে গঠিত হয় প্রথম অস্থায়ী বাংলাদেশ সরকার। কোথায়?
সঠিক!
ভুল!
-
তৎকালীন পূর্ব পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের কনসাল জেনারেল হিসাবে নিযুক্ত ছিলেন এ ব্যক্তি। ২৫ মার্চের পর নৃশংসতা বন্ধে মার্কিন সরকারের ব্যর্থতাকে সমালোচনা করে তিনি একটি টেলিগ্রাম পাঠান, যা ব্লাড টেলিগ্রাম নামে পরিচিতি লাভ করে। তাঁর ক্যারিয়ারই ক্ষতিগ্রস্ত হয় এ কারণে। কে এ কূটনীতিক?
সঠিক!
ভুল!
-
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তান সেনাবাহিনী এদেশে যে পরিকল্পিত গণহত্যা শুরু করে, তার নাম কী ছিলো?
সঠিক!
ভুল!
-
১৯৭১ সালের সেপ্টেম্বরে যখন প্রথম বিমান বাহিনী গঠিত হয়, তখন এর প্রথম ইউনিটের নাম কী ছিলো? বহু সফল অভিযান পরিচালিত হয়েছিলো এ ইউনিটের অধীনে।
সঠিক!
ভুল!
-
স্বাধীনতা যুদ্ধে সবচেয়ে সফল গেরিলা অপারেশনগুলোর একটি ছিলো অপারেশন জ্যাকপট। একমাত্র নৌ-সেক্টরের কমান্ডোরা দুঃসাহসী এ অপারেশন চালান। কোন সেক্টরের কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!
-
লালু নামে সবাই চিনতো তাঁকে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে বীরপ্রতীক খেতাব পাওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। কার কথা বলছি?
সঠিক!
ভুল!
-
১৩-১৪ বছর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারামন বিবি। বীর প্রতীক খেতাবে ভূষিত এ নারী কোন সেক্টরে যুদ্ধ করেন?
সঠিক!
ভুল!
-
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বড় ভূমিকা পালন করেছিলো। কোন বেতার কেন্দ্র থেকে এর প্রাথমিক যাত্রা শুরু হয়?
সঠিক!
ভুল!
-
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সাংস্কৃতিক কর্মী ও শিল্পীরা বিভিন্নভাবে অবদান রেখেছিলেন। এমন একটি মাধ্যম ছিলো গান। গোবিন্দ হালদারের রচনা ও আপেল মাহমুদের সুর করা অন্যতম জনপ্রিয় ও অনুপ্রেরণাদায়ক গান _____।
সঠিক!
ভুল!
-