in ,

ইন্টারনেট কোম্পানি: কার শুরু কীভাবে?

Image Credit: Brian Solis/Flickr/CC BY 2.0

প্রযুক্তির যুগে ইন্টারনেটের ভূমিকা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে এর বহুল ব্যবহার আমাদের অনেক কাজকে সহজ করে দিয়েছে। স্বাভাবিকভাবেই ইন্টারনেটকে ঘিরে গড়ে উঠেছে বিশাল সব কোম্পানি ও প্রতিষ্ঠান।

ইন্টারনেট কোম্পানিগুলোর তালিকা করা হলে গুগল, ফেসবুক আর আমাজনের নাম সামনের সারিতে থাকে সবসময়। শুধু পরিচিতির দিক থেকে নয়, অর্থের হিসাবেও এসব কোম্পানি এগিয়ে রয়েছে অন্য অনেকের চেয়ে। বিংশ শতাব্দীর নব্বই দশকের শেষ দিকে ডট-কম বাবল (Dot-com bubble) যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সম্ভাবনার জন্ম দিয়েছিলো, তার প্রতিফলন ঘটেছে এ কোম্পানিগুলোর প্রসারে।

এ কুইজে থাকছে ইন্টারনেটভিত্তিক কয়েকটি কোম্পানির প্রতিষ্ঠা নিয়ে দশটি প্রশ্ন। এর মধ্যে পাঁচটি প্রশ্নই প্রতিষ্ঠাতা/সহ-প্রতিষ্ঠাতা বিষয়ক। নিয়মিত যারা ইন্টারনেট ব্যবহার করেন, তারা কোন না কোন সময়ে এসব কোম্পানি/সার্ভিসের নাম শুনেছেন। দেখে নেয়া যাক তাদের পেছনের কাহিনী নিয়ে আপনি একটু হলেও খবর রাখেন কি না!

ইন্টারনেট কোম্পানি কুইজ: স্কোরের ছবি কৃতজ্ঞতা

১. জ্যাক ডরসি, টুইটার কো-ফাউন্ডার: Brian Solis/Flickr/CC BY 2.0
২.মার্ক জাকারবার্গ, ফেসবুক কো-ফাউন্ডার: Brian Solis/Flickr/CC BY 2.0
৩. জেফ বেজোস, আমাজন ফাউন্ডার: James Duncan Davidson/Flickr/CC BY 2.0

বিশ্বের অন্যতম সবচেয়ে বড় ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা (Alibaba) প্রতিষ্ঠিত হয়েছিলো জ্যাক মার মাধ্যমে। কোন দেশে?
সঠিক!
ভুল!

-

পৃথিবীর সবচেয়ে পরিচিত সার্চ ইঞ্জিন বলা যায় গুগলকে। এর প্রতিষ্ঠাতা হলেন -
সঠিক!
ভুল!

-

বিখ্যাত ভিডিও শেয়ারিং প্লাটফর্ম _____ প্রতিষ্ঠায় বাংলাদেশি বংশোদ্ভূত জাভেদ করিম সরাসরি যুক্ত ছিলেন।
সঠিক!
ভুল!

-

রীড হফম্যানের মাধ্যমে একটি সামাজিক নেটওয়ার্কিং কোম্পানির শুরু হয় ২০০২-২০০৩ সালে। পেশাজীবী মানুষের জন্য প্রতিষ্ঠিত এ কোম্পানি হলো -
সঠিক!
ভুল!

-

এ.কে.এম. ফাহিম মাশরুর ২০০০ সালে শুরু করেছিলেন বাংলাদেশের প্রথম ক্যারিয়ার ম্যানেজমেন্ট ওয়েবসাইট। সাইটের নাম -
সঠিক!
ভুল!

-

আরিয়ানা ডট কম নামে শুরু হওয়া রাজনৈতিক খবরাখবর ও মতামতের ওয়েবসাইটটি বর্তমানে _____ নামে বহুল পরিচিত।
সঠিক!
ভুল!

-

সুইডেন থেকে প্রথমবারের মতো শুরু হওয়া অনলাইন মিউজিকভিত্তিক এ সার্ভিসের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয় জার্মানিতে। সার্ভিসটির নাম কী?
সঠিক!
ভুল!

-

নিচের কোন ইমেজ হোস্টিং সার্ভিসের সূচনা হয় কানাডায়? পরবর্তীতে ইয়াহুর অধীনে চলে যায় এটি।
সঠিক!
ভুল!

-

ইলন মাস্ক ও পিটার থিয়েল আর্থিক লেনদেনের কোন কোম্পানি প্রতিষ্ঠার সাথে জড়িত?
সঠিক!
ভুল!

-

সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের পাঁচজন সহ-প্রতিষ্ঠাতার মধ্যে চারজন হলেন মার্ক জাকারবার্গ, ডাস্টিন মস্কোভিৎজ, এডুয়ার্ডো স্যাভেরিন ও অ্যান্ড্রু ম্যাককলাম। আরেকজন কে?
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

ইন্টারনেট কোম্পানি: কার শুরু কীভাবে? I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

যুদ্ধ ও বিদ্রোহ কুইজ - কুইজার্ডস

যুদ্ধ ও বিদ্রোহ কুইজ

সাত বীরশ্রেষ্ঠ: মুক্তিযুদ্ধ কুইজ - কুইজার্ডস

সাত বীরশ্রেষ্ঠ: মুক্তিযুদ্ধ কুইজ