বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নিয়ে খবরের কাগজে, টেলিভিশনে ও ইন্টারনেটে আমরা প্রতিনিয়ত কোন না কোন খবর পাই। এসব সংস্থার মধ্যে কিছু হলো বৈশ্বিক, কিছু হলো আঞ্চলিক আর কিছু হলো রাজনৈতিক, অর্থনৈতিক বা সামরিক জোট। নানা বিষয় ও ইস্যু নিয়ে কাজ করে থাকে তারা। মূলত নিজেদের কাজে আধিপত্য প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে প্রতিটি আন্তর্জাতিক সংস্থা কাজ করে থাকে। এক্ষেত্রে পশ্চিমা সংস্থাগুলো সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। তবে চীন, রাশিয়া ও ভারতসহ বিভিন্ন দেশের অর্থনৈতিক অগ্রগতি এ অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। ব্রিকস (BRICS) এমনই একটি জোট। অবশ্য এটি এখনো আনুষ্ঠানিক কোন আন্তর্জাতিক সংস্থা নয়।
সরকারভিত্তিক আন্তর্জাতিক সংস্থাগুলো সবচেয়ে ক্ষমতাশালী। তবে বেসরকারি সংস্থাগুলোও বর্তমানে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পারে। সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণের উপর তাদের সাফল্য অনেকটাই নির্ভরশীল। গ্রিনপিস (Greenpeace) একটি বড় উদাহরণ হতে পারে এক্ষেত্রে।
আন্তর্জাতিক সংস্থা নিয়ে আজকের কুইজে থাকছে সংস্থাগুলোর সদর দপ্তর, প্রতিষ্ঠাসাল, কাজের ধরন ও অর্জন নিয়ে দশটি প্রশ্ন।
আন্তর্জাতিক সংস্থা পরিচিতি: সার্ক (SAARC)
– সার্কের সাথে আমরা সবাই পরিচিত। দক্ষিণ এশিয়াভিত্তিক আঞ্চলিক এ সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিলো ১৯৮৫ সালে, ঢাকায়।
– প্রতিষ্ঠাকালীন সাতটি দেশ ছিলো বাংলাদেশ, ভূটান, নেপাল, ভারত, মালদ্বীপ, শ্রীলংকা ও পাকিস্তান। ২০০৭ সালে অষ্টম সদস্য দেশ হিসাবে আফগানিস্তান যুক্ত হয় সার্কের সাথে।
– সার্কের পর্যবেক্ষক দেশের মধ্যে রয়েছে জাপান, মায়ানমার, চীন, মরিশাস, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। আরেক আঞ্চলিক পরাশক্তি ইউরোপিয়ান ইউনিয়নও পর্যবেক্ষকের তালিকায় রয়েছে।
– ২০১৪ সাল পর্যন্ত ১৮টি সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে তিনটি ছিলো ঢাকায় (১৯৮৫, ১৯৯৩ ও ২০০৫ সালে)।
– সার্ক সচিবালয় বা সদর দপ্তর হলো নেপালের কাঠমান্ডুতে। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো এ সচিবালয়।
বিস্তারিত জানতে চান? সার্কের ওয়েবসাইটে যেতে পারেন।