বিশ্বকাপ ক্রিকেট আবার শুরু হলো ২০১৫ সালের ১৪ ফেব্রুয়ারিতে। এবার বসেছিলো ১১তম আসর। চার বছর পরপর অনুষ্ঠিত হওয়া এ ক্রীড়া উৎসবটি ক্রিকেটপ্রিয় বাংলাদেশের মানুষের কাছে আনন্দের মুহূর্ত নিয়ে আসার একটি মাধ্যম।
১৯৭৫ সালের জুন মাসে প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেট আয়োজিত হয়েছিলো। আয়োজক ছিলো আইসিসি। ক্রিকেটের জন্মস্থান হিসাবে বিবেচিত হওয়া ইংল্যান্ডেই বসেছিলো প্রথম আসর। প্রুডেনশিয়াল পাবলিক কোম্পানি (ব্রিটিশ জীবন বীমা কোম্পানি) এ অনুষ্ঠানের স্পন্সর হওয়ায় এর আনুষ্ঠানিক নাম ছিলো প্রুডেনশিয়াল কাপ। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইস্ট আফ্রিকা, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা – এ ৮টি দেশের অংশগ্রহণে জমে উঠেছিলো সেবারের আসর। ২১ জুন ১৯৭৫ সালে টুর্নামেন্টের ফাইনালে অধিনায়ক ক্লাইভ লয়েডের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ অস্ট্রেলিয়াকে হারিয়ে অর্জন করে নেয় প্রথম বিশ্বকাপ।
প্রথম বিশ্বকাপের পর আরো অনেক বিশ্বকাপ চলে গেছে। কিন্তু বরাবরের মতো ইতিহাস সাক্ষী হয়ে থেকেছে ক্রিকেটারদের অনন্য নৈপুণ্যের। বিশ্বকাপের নানা স্মরণীয় ঘটনা নিয়ে আমাদের এবারের কুইজ।