গ্রিক মিথলজি কুইজ সিরিজের চতুর্থ পর্ব এটি। বিখ্যাত বীর হেরাক্লিস এ পর্বের থিম। আমাদের কাছে অবশ্য হারকিউলিস (রোমান) নামে তার জনপ্রিয়তা বেশি। দেবতাদের দেবতা জিউস ও আল্কমিনির সন্তান ছিলেন তিনি। তার জন্ম নিয়ে দেবী হেরা এতটাই অসন্তুষ্ট ছিলেন যে তাকে হত্যার জন্য দুইটি সাপ পাঠান। কিন্তু শক্তিশালী হেরাক্লিস সাপগুলোকে হত্যা করেন। পরবর্তীতে হেরার অভিশাপে প্রভাবিত হয়ে নিজের স্ত্রী ও সন্তানকেও মেরে ফেলেন।
অনুতপ্ত হয়ে দেবতা অ্যাপোলোর কাছে প্রায়শ্চিত্ত করতে যান হেরাক্লিস। তাকে রাজা ইউরিসথিয়াসের হয়ে ১২ বছর কাজ করার শাস্তি দেয়া হয়। শাস্তির অংশ হিসাবে দুঃসাধ্য ও প্রায় অসম্ভব ১২টি কাজ পান তিনি। গ্রিক মিথলজিতে “Twelve Labors” নামে পরিচিত এগুলো। নিমিয়ার কুখ্যাত সিংহ ও লার্নিয়ান হাইড্রাকে শিকার করার জনপ্রিয় কাহিনীগুলো এখান থেকেই এসেছে। বীরদের মধ্যে মৃত্যুর পর একমাত্র হেরাক্লিসই পরিপূর্ণ দেবতার মর্যাদা পেয়েছেন।