in ,

ফুটবল ম্যানেজার কুইজ

Image Credit: Steindy/CC BY-SA 3.0

ফুটবল ভক্তদেরকে অনেক বিষয় নিয়েই প্রতিনিয়ত আলোচনা ও বিতর্ক করতে দেখা যায়। এমন একটি বিষয় হলো বিভিন্ন দলের ম্যানেজার। প্রকৃতপক্ষেই একটি দলের সাফল্য একজন দক্ষ ও প্রাজ্ঞ ম্যানেজারের উপর অনেক নির্ভরশীল। ফুটবলের ইতিহাসে তাই প্রতিটি সফল দলের সাথে জড়িয়ে আছে দলের ম্যানেজারদের নাম। তাঁদের অনেকে পরিণত হন কিংবদন্তীতে। স্যার অ্যালেক্স ফার্গুসনকে মনে পড়ে? ফুটবলের বড় ভক্ত, অথচ ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন এ স্কটিশ ম্যানেজারের নাম শোনেন নি – এমন কাউকে খুঁজে পাওয়া বিস্ময়করই হবে। তবে তিনিই একমাত্র বিখ্যাত ফুটবল ম্যানেজার নন।

ফুটবল দলের খেলোয়াড়দেরকে সাফল্যের মূলমন্ত্র শেখান যেসব মানুষ, তাঁদের নিয়েই আমাদের বর্তমান কুইজ।

নির্বাচিত ফুটবল ম্যানেজার: জোয়াকিম লো

কোচিং ক্যারিয়ারের শুরু: উইন্টারদার ফুটবল ক্লাব।
জাতীয় দল: জার্মানি।
দায়িত্বকাল: ২০০৬ – বর্তমান।
অর্জন: ২০১৪ সালে তাঁর পরিচালনায় জার্মান ফুটবল দলের বিশ্বকাপ জয়।

তিনি খেলোয়াড় হিসেবে ২বার, ম্যানেজার হিসেবে ১বার এবং সহকারী কোচ হিসেবে ১বার - মোট ৪ বার বিশ্বকাপ জিতেছেন। তিনিই প্রথম ব্যক্তি যিনি খেলোয়াড় ও ম্যানেজার হিসেবে বিশ্বকাপ জিতেন।
সঠিক!
ভুল!

-

তিনি বিখ্যাত হয়েছিলেন ইংলিশ লিগে ২৫১টি গোল করে। ম্যানেজার হিসেবে তিনি ডার্বি কাউন্টিকে একটি ও নটিংহ্যাম ফরেস্টকে একটি লিগ জিতিয়েছেন। তাঁর অধীনে নটিংহ্যাম ফরেস্ট ২বার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়।
সঠিক!
ভুল!

-

তাঁর জাতীয় দলকে ৪টি বিশ্বকাপে নিয়ে গেছেন। ১টি বিশ্বকাপ ও ১টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছে তাঁর দল। বিশ্বকাপে সর্বোচ্চ ২৫টি ম্যাচ ও ১৬টি জয়ের রেকর্ড আছে তাঁর।
সঠিক!
ভুল!

-

খেলোয়াড়ি জীবনে ম্যানসিটি ও লিভারপুলের হয়ে খেললেও পরবর্তীতে তিনি ২৪ বছর ধরে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জয় করেছেন।
সঠিক!
ভুল!

-

মাত্র দুইজন কোচ ৫টি ভিন্ন দলকে নিয়ে বিশ্বকাপ খেলেছেন। তাঁদের একজনকে বলা হয় 'Miracle Worker'; তিনি মেক্সিকো (১৯৮৬), কোস্টা রিকা (১৯৯০), আমেরিকা (১৯৯৪), নাইজেরিয়া (১৯৯৮) এবং চীন (২০০২) দলকে নিয়ে বিশ্বকাপ খেলেছেন।
সঠিক!
ভুল!

-

এ ম্যানেজার বিখ্যাত হয়ে আছেন একমাত্র ম্যানেজার হিসেবে ২টি বিশ্বকাপ জেতার জন্য। পাশাপাশি তিনি অলিম্পিকও জিতেছেন। তাঁর অসাধারণ আবিষ্কার ২-৩-৫ বা ২-৩-২-৩ ফর্মেশন, যা 'মেতোদো' নামে খ্যাত। তাঁর অধীনে একটি জাতীয় দল টানা ৫ বছর অপরাজিত ছিলো।
সঠিক!
ভুল!

-

৯ বছরের মধ্যে তিনি লিভারপুলকে ৩টি ইউরোপিয়ান কাপ ও ৬টি লিগ জিতিয়েছেন। ১৯৯৬ সালে আলঝেইমার্স রোগে মারা যান এ ম্যানেজার।
সঠিক!
ভুল!

-

আর্জেন্টাইন এ ম্যানেজার ৪টি লা লিগা ও ৩টি সিরি আ জিতেছেন। তাঁর আবিষ্কৃত ৫-৩-২ ফর্মেশন দিয়ে ইন্টার মিলানকে ২বার ইউরোপিয়ান কাপ জেতান। বিখ্যাত 'কাতেনাচ্চিও' নামক স্টাইলের জন্য অনেক সমালোচিতও হয়েছেন তিনি। এর মানে 'তালাবদ্ধ দরজা', অর্থাৎ তাঁর দল ১ গোলের লিড নিয়ে অত্যন্ত রক্ষণাত্মক খেলা শুরু করতো।
সঠিক!
ভুল!

-

টোটাল ফুটবলের (Total Football) সূচনা জ্যাক রেনল্ডের মাধ্যমে হলেও তা পূর্ণতা পায় তাঁর এক শিষ্যের হাতে। টোটাল ফুটবলের জনক হিসাবে খ্যাত আয়াক্স ও হল্যান্ডের একজন ম্যানেজারের কথা বলা হচ্ছে এখানে।
সঠিক!
ভুল!

-

১৯৬২ সালে তিনি বেনফিকাকে দ্বিতীয়বার ইউরোপিয়ান কাপ জেতানোর পর বেতন বাড়ানোর দাবি জানালে কর্তৃপক্ষ তা মানতে নারাজ হয়। তিনি পদত্যাগ করার সময় ঘোষণা করেন, "আজ থেকে একশো বছরের মধ্যেও বেনফিকা আর ইউরোপিয়ান কাপ জিততে পারবে না।" কাকতালীয়ভাবে এখন পর্যন্ত বেনফিকা ৮বার ইউরোপিয়ান ফাইনালে উঠলেও জিততে পারেনি। একে বলা হয় 'বেনফিকার অভিশাপ'।
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

ফুটবল ম্যানেজার কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Shafqat Amin Inan

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশলে পড়ছি। ভবিষ্যতে পরমাণু বিজ্ঞানী হতে চাই। ২০১৩ – ১৪ তে কুইজ করেছি নটরডেম গ্রীন এবং নটরডেম গোল্ডের হয়ে। স্কুল পর্যায়ে কুইজ করেছি সেন্ট জোসেফ ওমেগা টিমের হয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আততায়ী ও গুপ্তহত্যা - কুইজার্ডস (Quizards)

আততায়ী কুইজ: গুপ্তহত্যা যুগে যুগে

সামাজিক নেটওয়ার্ক - কুইজার্ডস

সামাজিক নেটওয়ার্ক: ইন্টারনেট বিষয়ক কুইজ