আমরা অনেকেই ক্লাব ফুটবলের বড় ভক্ত। তবে ক্যাবল নেটওয়ার্কের কল্যাণে মূলত ইউরোপিয়ান ক্লাব ফুটবল আমাদের দেশে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছে। ইউরোপের বিভিন্ন দেশের ফুটবল লীগের মধ্যে গ্রেট ব্রিটেন, স্পেন, ইতালি আর জার্মানির লীগ প্রায় সময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে।
এবারের কুইজটি খুব সহজ। ফুটবল ক্লাবের নাম দেয়া থাকবে। আপনাকে বলতে হবে ক্লাবটি কোন দেশের লীগে খেলে। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা ইন্টার মিলানের মতো বেশি পরিচিত ক্লাবগুলো এ কুইজে জায়গা না পেলেও কিছু একটা যায় আসে না!
ইউরোপিয়ান ক্লাব ফুটবল: সংক্ষিপ্ত পরিচিতি
ইংলিশ প্রিমিয়ার লীগঃ ইংল্যান্ড ও ওয়েলসের বার্কলেইস প্রিমিয়ার লীগের সূচনা হয় ১৯৯২ সালে। ১৯৯২/৯৩ মৌসুমে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলো ২২টি ক্লাব। চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। পরবর্তী মৌসুমেও শিরোপা ধরে রাখে তারা। এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হবার রেকর্ড তাদের দখলে।
লা লিগাঃ স্পেনভিত্তিক লা লীগা প্রথমবারের মতো আয়োজিত হয়েছিলো ১৯২৯ সালে। ১০টি দলের অংশগ্রহণে সম্পন্ন হয় এ আয়োজন। প্রথম আসরে শিরোপা জিতেছিলো বিখ্যাত দল বার্সেলোনা।
সিরি এঃ ঊনবিংশ শতাব্দীর একদম শেষ দিকে অনানুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ইতালিয়ান লীগ সিরি এ। তবে আনুষ্ঠানিক ফরম্যাট পেতে ১৯২৯ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয় এ লীগকে। ১৮৯৮ সালের প্রথম নক-আউট টুর্নামেন্টে তিনটি ক্লাব অংশগ্রহণ করে। জেনোয়া ফুটবল ক্লাব জিতে নেয় শিরোপা।
বুন্দেসলিগাঃ ১৯৬৩/৬৪ মৌসুম দিয়ে জার্মানির (তৎকালীন পশ্চিম জার্মানি) বুন্দেসলিগার আবির্ভাব ঘটে ইউরোপিয়ান ক্লাব ফুটবল ইতিহাসে। অংশগ্রহণকারী ১৬টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে ফুটবল ক্লাব কন (FC Köln)।
l love play football for
ronaldo and messi.