চলচ্চিত্রে গানের ব্যবহার নতুন নয়। দর্শকের কাছে কোন কাহিনীকে পরিষ্কারভাবে তুলে ধরতে এটি বড় ভূমিকা পালন করে। এছাড়া পুরো মুভির ধরন ও আবেগকে মাথায় রেখে নির্দিষ্ট কিছু মিউজিক ব্যবহার করেন নির্মাতারা। এর মাধ্যমে তাঁরা দর্শকদের অভিজ্ঞতা অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারেন। মুভি থিম মিউজিক বা ফিল্ম স্কোর তাই যেকোন চলচ্চিত্রের জন্য বেশ গুরুত্বপূর্ণ। অনেক সময় কিছু স্কোর এতটা জনপ্রিয়তা লাভ করে যে এগুলো শোনার সাথে সাথে ছবির নাম মনে পড়ে যায় আমাদের। যেমন, “James Bond” ফিল্ম সিরিজের মূল থিম। বিখ্যাত এ কম্পোজিশনের জন্য মন্টি নরম্যানের নাম বিনোদন জগতে আরো বহুদিন ধরে নিশ্চিতভাবেই টিকে থাকবে!
কমবেশি সবার কাছে পরিচিত পাঁচ ফিল্ম স্কোর নিয়ে এবারের ভিডিও কুইজ। কপিরাইটের কারণে ইন্সট্রুমেন্টাল কাভার ব্যবহার করেছি আমরা। এছাড়া আপনার সুবিধার্থে মিউজিকের নির্দিষ্ট অংশ বাছাই করে দেয়া হয়েছে। আপনাকে শুধু মুভি অথবা ফিল্ম সিরিজের নাম চিহ্নিত করতে হবে।