সভ্যতার শুরু থেকে মানুষ জড়িয়েছে অসংখ্য যুদ্ধ-সংঘর্ষে। এসব যুদ্ধের সমাধান সবসময় সামরিক শক্তি দিয়ে হয় নি। চুক্তি, সনদ ও কনভেনশনের মতো কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমে মীমাংসা করা হয়েছে বহু দ্বন্দ্বের। তবে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্যও এ ব্যবস্থাগুলোর ভূমিকা রয়েছে। ইতিহাসের এমন কয়েকটি চুক্তি নিয়ে আজকের কুইজ।
নির্বাচিত চুক্তি: ১৮৯৮
উপরে যে ছবিটি দেখা যাচ্ছে, তা তোলা হয়েছিলো বিখ্যাত প্যারিস চুক্তির সময়। অবশ্য এর সাথে ফ্রান্সের রাজধানীর নাম থাকলেও চুক্তিটি ফ্রান্সকে নিয়ে নয়। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও স্পেনের মধ্যকার যুদ্ধের সমাপ্তি হয় এ চুক্তির মাধ্যমে।
১৮৯৫ সালে স্প্যানিশ শাসনের বিরুদ্ধে কিউবার বিদ্রোহ বড় আকার ধারণ করেছিলো। হাভানাতে অবস্থানরত মার্কিন নাগরিকদের রক্ষার জন্য ১৮৯৮ সালের জানুয়ারিতে ইউ.এস. মেইন নামে একটি যুদ্ধজাহাজ পাঠানো হয়। কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রহস্যজনকভাবে এ জাহাজে বিস্ফোরণ ঘটে। পরিপূর্ণ তদন্ত ছাড়াই নেভাল কোর্টে রায় দেয়া হয় যে মাইনের মাধ্যমে বিস্ফোরণটি ঘটেছিলো। ঘটনার সাথে স্পেনকে প্রত্যক্ষভাবে দায়ী করা না হলেও তৎকালীন মার্কিন কংগ্রেস যুদ্ধ শুরুর অনুমোদন দেয় প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলিকে।
প্যারিস চুক্তির ফলাফল হিসাবে স্প্যানিশ সাম্রাজ্যের আধিপত্য অনেকাংশে বিলুপ্ত হয়। পুয়ের্তো রিকো ও গুয়াম চলে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে। এমনকি কিউবাও নির্ভরশীল হয়ে পড়ে। এছাড়া ২০ মিলিয়ন ডলার দিয়ে ফিলিপাইনকে কিনে ফেলা হয়, যা শুরু করে নতুন আরেক সংঘর্ষ।
-
-
-
-
-
-
-
-
-
-