in

চুক্তি, সনদ ও কনভেনশন কুইজ

সভ্যতার শুরু থেকে মানুষ জড়িয়েছে অসংখ্য যুদ্ধ-সংঘর্ষে। এসব যুদ্ধের সমাধান সবসময় সামরিক শক্তি দিয়ে হয় নি। চুক্তি, সনদ ও কনভেনশনের মতো কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমে মীমাংসা করা হয়েছে বহু দ্বন্দ্বের। তবে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর জন্যও এ ব্যবস্থাগুলোর ভূমিকা রয়েছে। ইতিহাসের এমন কয়েকটি চুক্তি নিয়ে আজকের কুইজ।

নির্বাচিত চুক্তি: ১৮৯৮

উপরে যে ছবিটি দেখা যাচ্ছে, তা তোলা হয়েছিলো বিখ্যাত প্যারিস চুক্তির সময়। অবশ্য এর সাথে ফ্রান্সের রাজধানীর নাম থাকলেও চুক্তিটি ফ্রান্সকে নিয়ে নয়। মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ও স্পেনের মধ্যকার যুদ্ধের সমাপ্তি হয় এ চুক্তির মাধ্যমে।

১৮৯৫ সালে স্প্যানিশ শাসনের বিরুদ্ধে কিউবার বিদ্রোহ বড় আকার ধারণ করেছিলো। হাভানাতে অবস্থানরত মার্কিন নাগরিকদের রক্ষার জন্য ১৮৯৮ সালের জানুয়ারিতে ইউ.এস. মেইন নামে একটি যুদ্ধজাহাজ পাঠানো হয়। কিন্তু ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে রহস্যজনকভাবে এ জাহাজে বিস্ফোরণ ঘটে। পরিপূর্ণ তদন্ত ছাড়াই নেভাল কোর্টে রায় দেয়া হয় যে মাইনের মাধ্যমে বিস্ফোরণটি ঘটেছিলো। ঘটনার সাথে স্পেনকে প্রত্যক্ষভাবে দায়ী করা না হলেও তৎকালীন মার্কিন কংগ্রেস যুদ্ধ শুরুর অনুমোদন দেয় প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাককিনলিকে।

প্যারিস চুক্তির ফলাফল হিসাবে স্প্যানিশ সাম্রাজ্যের আধিপত্য অনেকাংশে বিলুপ্ত হয়। পুয়ের্তো রিকো ও গুয়াম চলে আসে মার্কিন যুক্তরাষ্ট্রের অধীনে। এমনকি কিউবাও নির্ভরশীল হয়ে পড়ে। এছাড়া ২০ মিলিয়ন ডলার দিয়ে ফিলিপাইনকে কিনে ফেলা হয়, যা শুরু করে নতুন আরেক সংঘর্ষ।

১৯৪৪ সালের ব্রেটন উডস চুক্তির (Bretton Woods Agreement) মাধ্যমে একটি আন্তর্জাতিক সংগঠনের জন্ম হয়। কোন সংগঠন?
সঠিক!
ভুল!

-

১৮১৪ সালে হওয়া ফন্টেনব্লু চুক্তির অন্যতম ফলাফল ছিলো একজন বিখ্যাত শাসকের পদত্যাগ। কোন শাসক?
সঠিক!
ভুল!

-

যুদ্ধে বেসামরিক মানুষ, যুদ্ধাহত ও যুদ্ধবন্দিদের অধিকারের স্বীকৃতি দেয় এ কনভেনশন। কোন কনভেনশন?
সঠিক!
ভুল!

-

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের অবকাশ যাপন কেন্দ্র ক্যাম্প ডেভিডে ১৯৭৮ সালে স্বাক্ষরিত হয়েছিলো বিখ্যাত ক্যাম্প ডেভিড চুক্তি। কোন দুইটি দেশের মধ্যে এ চুক্তি হয়?
সঠিক!
ভুল!

-

১৯৯২ সালের এ চুক্তির মাধ্যমে ইউরোপে চালু হয় অভিন্ন মুদ্রা ইউরো। কোন চুক্তি?
সঠিক!
ভুল!

-

মার্কিন যুক্তরাষ্ট্র ও প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত সল্ট চুক্তির প্রধান উদ্দেশ্য কী ছিলো?
সঠিক!
ভুল!

-

উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে স্বাক্ষরিত তাসখন্দ চুক্তি হলো রাশিয়ার সমঝোতায় চিরবৈরী দুইটি দেশের মধ্যকার বিখ্যাত শান্তি চুক্তি। কোন দুই দেশের কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!

-

নিচের কোনটি বার্লিন চুক্তির অন্যতম ফলাফল?
সঠিক!
ভুল!

-

ঘটনাবহুল ১৯৭১ সালের পর পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে একটি চুক্তি হয় ১৯৭২ সালে। এর নাম কী?
সঠিক!
ভুল!

-

এ সনদকে বলা হয় জাতিসংঘ প্রতিষ্ঠার সনদ। এর নাম কী?
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

চুক্তি, সনদ ও কনভেনশন কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Minhaz Chowdhury

এস ও এস হারম্যান মেইনার কলেজে পড়াশোনা করেছি। বিতর্ক ও কুইজ - আমার কাছে কৈশোরে আসা দুইটি ভালোবাসা, যা এখনো টিকে রয়েছে। কুইজিংয়ের প্রতি এ ভালোবাসা থেকেই জ্ঞানের ক্ষুদ্র পরিসর নিয়েও কুইজার্ডসের সাথে যুক্ত হওয়া।

স্কট কেলি - কুইজার্ডস

স্কট কেলি: মহাকাশের ফটোগ্রাফার

কুইজমাস্টার্স লাউঞ্জ কুইজ: দ্বিতীয় পর্ব

কুইজমাস্টার্স লাউঞ্জ কুইজ: দ্বিতীয় পর্ব