in ,

বিখ্যাত বিজ্ঞানী কুইজ: প্রথম পর্ব

আজকের যে আধুনিক পৃথিবীতে আমরা বাস করি, তা বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে পাওয়া। কিন্তু একদিনে এমন অর্জন আসে নি। শত শত বছর ধরে বহু প্রতিভাবান বিজ্ঞানী ও আবিষ্কারকের পরিশ্রমের ফলাফল ভোগ করছি আমরা।

বিভিন্ন সময়ের কীর্তিমান বিজ্ঞানী ও তাঁদের অবদান নিয়ে এবারের কুইজ।

নির্বাচিত দুই বিজ্ঞানী

বিজ্ঞান ও প্রযুক্তি জগতের ব্যক্তিরা বর্তমানে যে সম্মান পান, তা এক সময় অকল্পনীয় ছিলো। সামাজিক ও প্রাতিষ্ঠানিক কুসংস্কার বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞানের অগ্রগতির পথে। কিন্তু তাতে দমে যান নি অনুসন্ধানপ্রিয় সাহসী মানুষেরা। এজন্য জীবন পর্যন্ত বিসর্জন দিতে হয়েছে তাঁদের!

মহাবিশ্বে পৃথিবীর মতো আরো জগত থাকতে পারে – এমন ধারণা প্রচার করার জন্য তৎকালীন ক্যাথলিক চার্চ বিচার বসিয়েছিলো ইতালিয়ান বিজ্ঞানী ও দার্শনিক জিওদার্নো ব্রুনোর (১৫৪৮ – ১৬০০) বিরুদ্ধে, যেখানে তাঁকে পুড়িয়ে মৃত্যুদণ্ড দেবার রায় দেয়া হয়। অবশ্য বিজ্ঞানচর্চা ব্যাহত করার এমন উদাহরণ একটা নয়। আধুনিক পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ গ্যালিলিও গ্যালিলিকে (১৫৬৪ – ১৬৪২) গৃহবন্দী করেছিলো চার্চ, “Dialogue Concerning the Two Chief World Systems” বইয়ে কোপার্নিকান তত্ত্বকে সমর্থন করার জন্য। তবে ইতিহাসের পাতায় ঠিকই জায়গা করে নিয়েছে ব্রুনো ও গ্যালিলিওর অবদান।

বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হলো Π (পাই)। ভারতীয় বিজ্ঞানী _____ ২২/৭ কে পাইয়ের মান হিসেবে প্রচার করেন।
সঠিক!
ভুল!

-

মাদাম কুরি পর্যায় সারণির দুইটি মৌল আবিষ্কার করেছিলেন। এদের একটি হলো রেডিয়াম (Radium)। আরেকটির নাম তিনি রেখেছিলেন স্বদেশের নামে। মৌলটি হলো -
সঠিক!
ভুল!

-

_____ একজন ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী - প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের জন্য বিখ্যাত। তাঁর লেখা একটি বিখ্যাত বই হলো "On the Origin of Species"।
সঠিক!
ভুল!

-

সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। ১৯২১ সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান কীসের জন্য?
সঠিক!
ভুল!

-

নিচের ছবিটি আলোর বিচ্ছুরণ ধর্ম নির্দেশ করে। এতে একটি সাদা আলো প্রিজমের মধ্যে দিয়ে যাবার সময় সাতটি ভিন্ন রঙের আলোতে পরিণত হয়। ব্রিটিশ বিজ্ঞানী _____ সর্বপ্রথম এ পরীক্ষাটি করেন।
Image Credit: <a href="https://www.flickr.com/people/iwannt/" target="_blank">Ivan T</a>/<a href="https://www.flickr.com/photos/iwannt/6931116587" target="_blank">Flickr</a>/<a href="https://creativecommons.org/licenses/by/2.0/" target="_blank">CC BY 2.0</a> Image Credit: Ivan T/Flickr/CC BY 2.0
সঠিক!
ভুল!

-

আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। তিনি প্রথম ফোনকলটি কাকে করেছিলেন?
সঠিক!
ভুল!

-

সপ্তদশ শতকে ইতালিয়ান বিজ্ঞানী গ্যালিলিও পিসা মিনার থেকে একটি পরীক্ষা করেন বলে মনে করা হয়, যা থেকে তিনি পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন। তারও কিছু বছর আগে ১৫৮৬ সালে একজন ফ্লেমিশ একই পরীক্ষা করেন ও একই ফলাফল পান। তাঁর নাম -
সঠিক!
ভুল!

-

ক্যালকুলাসের প্রতিষ্ঠাতা হিসেবে যে দুজন বহুল পরিচিত, তাঁদের একজন হলেন আইজ্যাক নিউটন। আরেকজন _____।
সঠিক!
ভুল!

-

গণিতের বিখ্যাত ধারা ০, ১, ২, ৩, ৫...। ধারাটি ফিবোনাচি ধারা নামে পরিচিত। ধারাটির প্রবক্তা একজন ইতালিয়ান। কার কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!

-

এখন পর্যন্ত বিশ্বের চারজন ব্যক্তি একাধিকবার নোবেল পুরস্কার পেয়েছেন। লিনাস পাওলিং তাঁদের একজন। তিনি দুইবার দুইটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পান। কোন দুইটি বিষয়?
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

বিখ্যাত বিজ্ঞানী কুইজ: প্রথম পর্ব I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

-1 Points
Upvote Downvote

Written by Shakkhor

পড়াশোনা করছি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে। গণিত, প্রোগ্রামিং ও পদার্থবিজ্ঞানে আমার প্রচুর আগ্রহ রয়েছে। ফুটবল দেখতে পছন্দ করি। প্রযুক্তি জগতের খবরাখবর রাখি।

রোমান্টিক কুইজ: প্রথম পর্ব - কুইজার্ডস

রোমান্টিক কুইজ: প্রথম পর্ব

একুশে ফেব্রুয়ারি কোলাজ - কুইজার্ডস

একুশে ফেব্রুয়ারি কুইজ