আজকের যে আধুনিক পৃথিবীতে আমরা বাস করি, তা বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে পাওয়া। কিন্তু একদিনে এমন অর্জন আসে নি। শত শত বছর ধরে বহু প্রতিভাবান বিজ্ঞানী ও আবিষ্কারকের পরিশ্রমের ফলাফল ভোগ করছি আমরা।
বিভিন্ন সময়ের কীর্তিমান বিজ্ঞানী ও তাঁদের অবদান নিয়ে এবারের কুইজ।
নির্বাচিত দুই বিজ্ঞানী
বিজ্ঞান ও প্রযুক্তি জগতের ব্যক্তিরা বর্তমানে যে সম্মান পান, তা এক সময় অকল্পনীয় ছিলো। সামাজিক ও প্রাতিষ্ঠানিক কুসংস্কার বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞানের অগ্রগতির পথে। কিন্তু তাতে দমে যান নি অনুসন্ধানপ্রিয় সাহসী মানুষেরা। এজন্য জীবন পর্যন্ত বিসর্জন দিতে হয়েছে তাঁদের!
মহাবিশ্বে পৃথিবীর মতো আরো জগত থাকতে পারে – এমন ধারণা প্রচার করার জন্য তৎকালীন ক্যাথলিক চার্চ বিচার বসিয়েছিলো ইতালিয়ান বিজ্ঞানী ও দার্শনিক জিওদার্নো ব্রুনোর (১৫৪৮ – ১৬০০) বিরুদ্ধে, যেখানে তাঁকে পুড়িয়ে মৃত্যুদণ্ড দেবার রায় দেয়া হয়। অবশ্য বিজ্ঞানচর্চা ব্যাহত করার এমন উদাহরণ একটা নয়। আধুনিক পদার্থবিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ গ্যালিলিও গ্যালিলিকে (১৫৬৪ – ১৬৪২) গৃহবন্দী করেছিলো চার্চ, “Dialogue Concerning the Two Chief World Systems” বইয়ে কোপার্নিকান তত্ত্বকে সমর্থন করার জন্য। তবে ইতিহাসের পাতায় ঠিকই জায়গা করে নিয়েছে ব্রুনো ও গ্যালিলিওর অবদান।