in ,

খ্যাতিমান ব্যক্তিত্ব কুইজ: প্রথম পর্ব

পৃথিবীর প্রত্যেক মানুষ কোন না কোন ক্ষেত্রে সফল হতে চান। সে সাফল্যের ধরন বৈষয়িক হতে পারে, নাও হতে পারে। নিজের কাজের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ স্বীকৃতি লাভের মাধ্যমে একজন মানুষ সফল ব্যক্তিতে পরিণত হন। সাফল্য অর্জনের সাথে খ্যাতির আগমন নতুন কিছু নয়। বিশেষ করে বর্তমান সময়ে। সংবাদ মাধ্যমগুলোর প্রভাবে ও ইন্টারনেটের কল্যাণে বহু খ্যাতিমান ব্যক্তিত্ব সম্পর্কে আমরা প্রতিনিয়ত জানতে পারি। অবশ্য সফলতা ও খ্যাতি কাউকে বিতর্ক থেকে দূরে রাখতে পারে না। তাই তথ্যপ্রযুক্তির যুগে বহুলভাবে বিতর্কিত হবার সম্ভাবনা থেকেই যায়!

বিভিন্ন ক্ষেত্রে নিজেদের নামকে প্রতিষ্ঠিত করেছেন যেসব ব্যক্তি, তাঁদেরকে নিয়ে আমাদের এ কুইজ।

স্কোরের ছবি কৃতজ্ঞতা

মার্ক জাকারবার্গ: Brian Solis/Flickr/CC BY 2.0

প্রাকৃতিক ঘটনাগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রদানের পদ্ধতি "Scientific Method" প্রয়োগের জন্য এ ইংরেজ বিজ্ঞানী বিখ্যাত। ঠাণ্ডায় মাংস সংরক্ষণ নিয়ে গবেষণারত অবস্থায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা যান। তাঁর নাম -
সঠিক!
ভুল!

-

জনপ্রিয় ফাস্ট ফুড চেইন কেএফসির (KFC) প্রতিষ্ঠাতা কে?
সঠিক!
ভুল!

-

ধারণা করা হয় যে, এডমন্ড হিলারি ও তেনজিং নোরগের আগে ১৯২৪ সালে দুইজন ব্যক্তি এভারেস্ট জয় করেন। কিন্তু তাঁরা সফলভাবে ফিরে আসতে পারেন নি। তাঁদের নাম কী?
সঠিক!
ভুল!

-

১৯৯৯ সালে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি হয়েছিলেন _____। তিনি ২০১৩ সালে ওয়াশিংটন পোস্ট পত্রিকাটি কিনে নেন।
সঠিক!
ভুল!

-

বেদান্ত মতবাদ ও ইয়োগাকে বিশ্বব্যাপী পরিচিতি দেবার জন্য একজন হিন্দু ধর্মপ্রচারক বিখ্যাত হয়ে আছেন। তাঁকে আমরা কী নামে চিনি?
সঠিক!
ভুল!

-

১৯৫৫ সালে মন্টগোমারি বাস বয়কটের মাধ্যমে আফ্রিকান-আমেরিকান সিভিল রাইট্‌স আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন কে?
সঠিক!
ভুল!

-

প্রথম সফল পারমাণবিক প্রকল্প ম্যানহাটন প্রজেক্টের প্রধান বিজ্ঞানী ছিলেন এ ব্যক্তি। তাঁকে পারমাণবিক বোমার জনক হিসাবেও বিবেচনা করা হয়। কার কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!

-

জাতীয়তায় ভারতীয় এ ব্যক্তি বিশ্বের সবচেয়ে বড় স্টীল ব্যবসায়ী। কার কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!

-

পরপর ৯ বার সাহিত্যে নোবেলের জন্য মনোনীত হলেও নোবেল পাননি তিনি। মহাত্মা গান্ধী ও লুথার কিং তাঁর লেখনীর দ্বারা যথেষ্ট প্রভাবিত হন। কোন সাহিত্যিকের কথা বলছি?
সঠিক!
ভুল!

-

২০১৪ সালে শান্তিতে নোবেল বিজয়ী একজন হচ্ছেন মালালা ইউসুফজাই। অন্য জন কে?
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

খ্যাতিমান ব্যক্তিত্ব কুইজ: প্রথম পর্ব I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Mynur Rashid Mahi

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) মেক্যানিকাল ইঞ্জিনীয়ারিংয়ে পড়েছি। কলেজ জীবন থেকেই কুইজ করতাম। স্বপ্ন দেখি সারা বাংলাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে যত্নের সাথে ও আন্তর্জাতিক মান বজায় রেখে কুইজের চর্চা হবে।

ডেব্যু অ্যালবাম কুইজ - কুইজার্ডস

ডেব্যু অ্যালবাম কুইজ

রাজধানী কুইজ: স্টকহোম - কুইজার্ডস

রাজধানী কুইজ: তৃতীয় পর্ব