in ,

বিখ্যাত অভিযাত্রী ও অনুসন্ধানকারী কুইজ

Image Credit: The Santa Maria at sea with the figure of Christopher Columbus at the bow/Michael Zeno Diemer

হুয়ান ফার্নান্দেজ দ্বীপপুঞ্জের "Mas a tierra" দ্বীপে চার বছরেরও বেশি সময় একাকী কাটিয়েছিলেন তিনি। স্কটিশ এ নাবিকের জীবনের অভিজ্ঞতায় অনুপ্রাণিত হয়ে ড্যানিয়েল ডিফো রবিনসন ক্রুসো চরিত্রটি সৃষ্টি করেন। কার কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!

-

মিসেস বিশপ নামে পরিচিতি ছিলো তাঁর। "A Lady's Life in the Rocky Mountains" নামের বিখ্যাত বইয়ের রচয়িতা তিনি। রয়েল জিওগ্রাফিক্যাল সোসাইটির প্রথম মহিলা ফেলো সদস্য এ অভিযাত্রী হলেন -
সঠিক!
ভুল!

-

মসলার দ্বীপ খুঁজতে তিনি ভিক্টোরিয়া নৌবহরে করে সর্বপ্রথম পাড়ি দিয়েছিলেন প্রশান্ত মহাসাগর। এর ঝড়-ঝঞ্ঝাবিহীন শান্ত রূপ দেখে প্রশান্ত মহাসাগর হিসাবে নাম দেন। কোন অভিযাত্রীর কথা বলছি? তাঁর নামে পেঙ্গুইন ও চাঁদের জ্বালামুখের নামকরণ করা হয়েছে।
সঠিক!
ভুল!

-

স্ত্রী হেলেন ব্রেসালুকে নিয়ে বর্তমান গ্যাবনের ল্যাবারনে আফ্রিকান কাফ্রি আদিবাসীদের সেবার জন্য জঙ্গলের মাঝে তিনি স্থাপন করেছিলেন একটি হাসপাতাল। একাধারে দার্শনিক, ধর্মতাত্ত্বিক,সংগীতজ্ঞ, চিকিৎসক ও শান্তিতে নোবেলজয়ী এ ব্যক্তি হলেন -
সঠিক!
ভুল!

-

ইনকা সভ্যতার বিখ্যাত নিদর্শন মাচু পিচু প্রথম আবিষ্কার করেন বলে দাবি করেন তিনি। মার্কিন সিনেটের সদস্য এ পর্যটক স্থানীয় কৃষকদের সহায়তায় পৌঁছেছিলেন মাচু পিচুতে। তিনি -
সঠিক!
ভুল!

-

"Book of the Marvels of the World" নামের বিখ্যাত একটি বইয়ে তাঁর সব অভিযানের কথা লিপিবদ্ধ আছে। কলম্বাসসহ আরো বহু অভিযাত্রীর অনুপ্রেরণা ছিলেন তিনি। সিল্ক রোড পাড়ি দিয়ে চীনে আসা ও সর্বপ্রথম ইউরোপীয় হিসেবে মঙ্গোলীয় সাম্রাজ্যে পদার্পণকারী এ পর্যটকের নাম কী?
সঠিক!
ভুল!

-

জর্জ হার্বার্ট ও হাওয়ার্ড কার্টার মিলে আবিষ্কার করেছিলেন বিখ্যাত এক মিশরীয় ফারাওর মমি। দুনিয়াজুড়ে আলোড়ন তুলেছিলো এ খবর। কোন ফারাওর মমি এটি?
সঠিক!
ভুল!

-

এ বিখ্যাত অভিযাত্রী পেশায় ছিলেন ব্রিটিশ মিশনারি ডাক্তার। ভিক্টোরিয়া জলপ্রপাত ও জাম্বেসি নদীর আবিষ্কারক এ বিখ্যাত অভিযাত্রীর নাম কী?
সঠিক!
ভুল!

-

ফ্রেঞ্চ একজন প্রকৃতিবিদ কম্বোডিয়ায় একটি প্রজাপতির পেছনে ছুটতে ছুটতে খুঁজে পেয়েছিলেন খেমার সভ্যতার সবচেয়ে বড় স্থাপনা অ্যাংকর ওয়াট। এরপর বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠে স্থাপনাটি। কে এ প্রকৃতিবিদ?
সঠিক!
ভুল!

-

প্রথম ইংরেজ হিসাবে জাপানে এসেছিলেন এ নাবিক। সেখানে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রিটিশ ট্রেডিং ফ্যাক্টরি প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। প্রতি বছর তাঁর সম্মানে জাপানের এডোতে আয়োজিত হয় জমকালো অনুষ্ঠান। কোন নাবিকের কথা বলছি?
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

বিখ্যাত অভিযাত্রী ও অনুসন্ধানকারী কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Sushanto Saha

বর্তমানে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছি, বুয়েটে (BUET)। ছোটবেলা থেকেই ভালোবাসি কুইজ করতে। ফেরদৌস বাপ্পী ভাইয়ার কুইজিং খুবই ভালো লাগে। আমি আশাবাদী মানুষ। তাই স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশের।

পানামা পেপারস কুইজ - কুইজার্ডস

পানামা পেপারস কুইজ

দেশ ও জায়গার নামকরণ কুইজ - কুইজার্ডস

দেশ ও জায়গার নামকরণ কুইজ