in ,

কমিকস চরিত্রের সৃষ্টি: কুইজ

Image Credit: Kooroshication/Flickr/CC BY 2.0

কীভাবে একটি কমিকস চরিত্রের সৃষ্টি হয়? প্রতিটি কমিক চরিত্র ও সিরিজ অনেকের মেধা ও পরিশ্রমের ফসল। তবে এগুলোর ধারণা সবসময় এমনি এমনি আসে না। বাস্তব বা আগেই সৃষ্টি হওয়া কোন চরিত্র দিয়ে অনুপ্রাণিত হয়েছেন কমিকস জগতের বহু লেখক ও আঁকিয়ে। তারই ফলাফল হিসাবে আমরা পেয়েছি দুর্দান্ত কিছু নতুন কমিক চরিত্র।

ব্যাটম্যান সিরিজের বেইনকে আমরা সবাই চিনি। গোথাম শহরের ত্রাসে পরিণত হওয়া এ খলনায়কের মূল ধারণা এসেছে অ্যামেরিকান পাল্প ম্যাগাজিন চরিত্র ডক স্যাভেজের কাছ থেকে। অবশ্য আলেকজান্ডার দ্যুমার “The Count of Monte Cristo” উপন্যাসের হালকা প্রভাবও আছে এ চরিত্রের উপর।

বিভিন্ন কমিকস চরিত্রের সৃষ্টি নিয়ে থাকছে আজকের কুইজ।

কুইজ - কুইজার্ডস

কমিকস চরিত্রের সৃষ্টি: স্পাইডারম্যান

মার্ভেল কমিকসের জনপ্রিয় হিরো স্পাইডারম্যানের প্রথম দেখা পাওয়া যায় ১৯৬২ সালে। স্ট্যান লি ও স্টিভ ডিটকোর মাধ্যমে Amazing Fantasy সিরিজে আগমন ঘটে পিটার পার্কারের। মাকড়সার কামড় খেয়ে অতিমানবীয় ক্ষমতা লাভ করা এ চরিত্র শুরুতেই পাঠকদের মন জয় করে নেয়। ফলাফল হিসাবে ১৯৬৩ সালেই মার্ভেল কমিকস স্পাইডারম্যানের জন্য আলাদা কমিকস বের করে।

১৯৭৭ সালে Quest ম্যাগাজিনের একটি লেখায় ও পরবর্তীতে বিভিন্ন সাক্ষাৎকারে স্ট্যান লি স্পাইডারম্যানের ইতিহাস তুলে ধরেন। মূলত ভিন্নধর্মী একটি কমিক চরিত্রের সৃষ্টি করার জন্যই এ ধারণাটা তাঁর মাথায় আসে। অধিকাংশ ক্ষেত্রে সুপারহিরোরা উড়তে পারে কিংবা প্রচণ্ড শক্তির অধিকারী হয়। কিন্তু দেয়ালের গায়ে লেগে থাকতে পারে, এমন কোন চরিত্র ছিলো না। এ ধারণা থেকে স্ট্যান লি সম্ভাব্য নামের একটা তালিকা করেন। Insect Man বা Mosquito Man স্বাভাবিক কারণে ভালো কোন নাম নয়। শেষ পর্যন্ত স্পাইডারম্যান নামটি চূড়ান্ত হয়। অবশ্য বাচ্চাদের মাকড়সাভীতির কথা চিন্তা করে প্রকাশক মার্টিন গুডম্যান শুরুতে সন্দিহান ছিলেন। তবে প্রথম প্রকাশের ব্যবসায়িক সাফল্য নির্ধারণ করে দেয় জনপ্রিয় কমিক চরিত্রটির যাত্রা।

"Ripley's Believe It or Not" ফ্র্যাঞ্চাইজের জনক রবার্ট রিপ্লি কোন লুনি টুনস চরিত্রের অনুপ্রেরণা ছিলেন?
সঠিক!
ভুল!

-

ডগলাস ফেয়ারব্যাঙ্কসের জরো, লেস্টার ডেনের ডক স্যাভেজ এবং শার্লক হোমস ছিলো এ চরিত্রটির প্রধান অনুপ্রেরণা। কোন চরিত্র?
সঠিক!
ভুল!

-

_____ নামের কুইফ (Quiff) হেয়ারস্টাইল ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তাসম্পন্ন এ সাংবাদিক চরিত্রটি প্যালে হাল্ড নামের একজন ড্যানিশ অভিনেতার অনুপ্রেরণায় সৃষ্টি করা হয়েছে।
সঠিক!
ভুল!

-

জন কনস্টানটাইন চরিত্রটির অনুপ্রেরণা ছিলো "Desert Rose" গানের ব্রিটিশ গায়ক _____।
সঠিক!
ভুল!

-

মার্ভেলের এ চরিত্রটির সূচনা হয়েছিলো ডিসি কমিক্সের অ্যাকুয়াম্যানের প্রতিক্রিয়াস্বরূপ। কোন চরিত্র?
সঠিক!
ভুল!

-

তিনি ছিলেন একাধারে শিল্পপতি, প্রযুক্তিবিদ, উড্ডয়ন প্রকৌশলী, অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা। উড্ডয়ন প্রকৌশলে তাঁর অবদান অনস্বীকার্য। তাঁর মালিকানাধীন বিমান সংস্থাটি পরবর্তীতে অ্যামেরিকান এয়ারলাইনসে পরিণত হয়। তাঁকে বলা হয় আয়রনম্যানের সবচেয়ে বড় প্রেরণা। তাঁর নাম কী?
সঠিক!
ভুল!

-

মার্ভেলের _____ চরিত্রটি সৃষ্টি হয়েছে মার্ভেলের সবচেয়ে বিখ্যাত ব্যক্তিত্ব স্ট্যান লীর আদলে।
সঠিক!
ভুল!

-

মার্ভেলের এ চরিত্রটির সৃষ্টি হয়েছিলো বর্ণবাদবিরোধী চরমপন্থী নেতা ম্যালকম এক্স দ্বারা অনুপ্রাণিত হয়ে। চরিত্রটি হচ্ছে -
সঠিক!
ভুল!

-

সাতোশী তাজিরি ছোটবেলায় পোকামাকড় সংগ্রহ করতে ভালবাসতেন। তাঁর আগ্রহ এতটাই প্রবল ছিলো যে বড় হয়ে যাবার পরও তিনি তা ভুলে যাননি। তাই আনন্দময় শৈশবকে মাথায় রেখে তিনি তৈরি করেন এক ভিডিও গেম, যা পরবর্তীতে এক বিখ্যাত সিরিজের জন্ম দেয়। সিরিজটির নাম -
সঠিক!
ভুল!

-

ব্যাটম্যানের সবচেয়ে কুখ্যাত শত্রু জোকার চরিত্রটির অনুপ্রেরণা ছিলো 'The Man Who Laughs' উপন্যাসের গিউয়েনপ্লাইন চরিত্রটি। এ উপন্যাসের রচয়িতা হলেন -
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

কমিকস চরিত্রের সৃষ্টি: কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Salman Abdullah

২০১৬ সালে নটরডেম কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচ.এস.সি. পাশ করেছি। বই পড়তে ও সংগ্রহ করতে আমি অত্যন্ত আগ্রহ বোধ করি।

বিশ্ব সংস্কৃতি কুইজ: সিডনি অপেরা হাউস - কুইজার্ডস

সিডনি অপেরা হাউস: বিশ্ব সংস্কৃতি কুইজ ৩

মুঘল সাম্রাজ্যের ইতিহাস কুইজ: আগ্রা দুর্গ - কুইজার্ডস

মুঘল সাম্রাজ্যের ইতিহাস: দ্বিতীয় পর্ব