দৈনন্দিন জীবনে ব্যবহৃত যানবাহনের মধ্যে গাড়ির বেশ জনপ্রিয়তা রয়েছে। আমরা প্রতিদিন বিভিন্ন কোম্পানির তৈরি করা গাড়ি দেখলেও কিছু কিছু গাড়ি আলাদাভাবে চিনতে পারি। এগুলো সাধারণত বিখ্যাত কোন ব্র্যান্ডের হয়ে থাকে।
গাড়ির ব্র্যান্ড: নির্বাচিত কোম্পানি
বিলাসবহুল গাড়ি হোক বা সাধারণ মানুষের জন্য তৈরি করা গাড়ি হোক, ব্র্যান্ডের গাড়ির প্রতি একটা সহজাত আকর্ষণ থাকে সবার। এ আকর্ষণকে কাজে লাগিয়ে বাজারে নিত্যনতুন গাড়ি নিয়ে আসে কোম্পানিগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের জেনারেল মোটরসের কথা ধরা যাক। প্রায় ১২০টি দেশে এ কোম্পানির গাড়ি বিভিন্ন ব্র্যান্ডের নামে দেখা যায়। ‘Isuzu’ ব্র্যান্ডের গাড়ি কখনো আপনার চোখে পড়ে থাকলে আপনি আসলে জেনারেল মোটরসের গাড়িই দেখেছেন!
১৯০৮ সালে উইলিয়াম বিলি ড্যুরান্টের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় জেনারেল মোটরস। এর আগে তিনি ঘোড়াচালিত গাড়ির একজন বড় ব্যবসায়ী ছিলেন। শুরুর দিকে জেনারেল মোটরসের অধীনে শুধু একটি কোম্পানি ছিলো। কিন্তু প্রতিষ্ঠার কয়েক বছরের মধ্যে এটি অন্য কয়েকটি কোম্পানিকে কিনে ফেলে। ঊনিশশ’ বিশের দশকে গাড়ির চাহিদা বেড়ে গেলে জেনারেল মোটরসের ব্যবসায়িক সম্প্রসারণ ঘটে। ত্রিশের দশকেও বজায় থাকে তাদের সাফল্য। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবার পর মিত্রশক্তির জন্য কাজ শুরু করে থাকে তারা। পুরো যুদ্ধে প্রায় ১২ বিলিয়ন ডলার মূল্যমানের যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করেছিলো জেনারেল মোটরস।
এই কুইজে থাকছে গাড়ির ব্র্যান্ড নিয়ে দশটি প্রশ্ন। কুইজের সুবিধার্থে ব্র্যান্ডগুলোর পেছনে যেসব কোম্পানি রয়েছে, তাদের পুরো নাম ব্যবহার করা হয় নি। এছাড়া, গাড়ির মডেল/রেসিং গাড়ির ব্র্যান্ড নিয়ে কোন প্রশ্ন থাকছে না।
![](https://www.quizards.co/wp-content/plugins/wp-viral-quiz/views/img/big-loader.gif)