বিখ্যাত ব্যক্তিত্বদের জীবনের আলোকিত বা কদর্য অংশ অনেক চলচ্চিত্র পরিচালকের কাছে বেশ গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই তাঁদের জীবন বিভিন্ন চলচ্চিত্রের কেন্দ্রবিন্দু হয়ে ফিরে এসেছে বারবার। জীবনভিত্তিক এ চলচ্চিত্রগুলোকে বলা হয়ে থাকে বায়োগ্রাফিক্যাল ফিল্ম (Biographical Film) বা বায়োপিক (Biopic)। উদাহরণ হিসাবে ২০১৪ সালে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংয়ের জীবনের উপর মুক্তি পাওয়া The Theory of Everything ছবিটিকে ধরা যায়।
সব রকমের চলচ্চিত্রের ক্ষেত্রে যা হয়, তা জীবনভিত্তিক চলচ্চিত্রতেও লক্ষণীয়। যদি বিখ্যাত মানুষটির জীবনযাপন ও জীবনের উল্লেখযোগ্য দিকগুলোকে ভালোভাবে ফুটিয়ে তোলা যায়, তবে তা সমালোচকদের নজর কাড়ে। আর সঠিকভাবে উপস্থাপন করা না হলে সমালোচনার শিকার হওয়াও সহজ।
বিখ্যাত মানুষদের উপর ভিত্তি করে নির্মাণ করা কিছু চলচ্চিত্র নিয়েই আমাদের এবারের আয়োজন।