"নীলদর্পণ" নাটকটি দীনবন্ধু মিত্র লিখলেও ইংরেজ সরকারের শাস্তি এড়ানোর জন্য এক ইংরেজি লেখক এটি প্রকাশ করেছিলেন। ফলে তাঁকে কারাবাস করতে হয়। এছাড়া ১০০০টাকাও জরিমানা করা হয়েছিলো, যা কালীপ্রসন্ন সিংহ শোধ করেন। কে এই লেখক?
সঠিক!
ভুল!
-
ভারতে কোম্পানি শাসনের একশো বছর পর হওয়া প্রথম সশস্ত্র আন্দোলন ছিলো সিপাহী বিদ্রোহ। মঙ্গল পাণ্ডে নামের এক সাধারণ সিপাহী এ আন্দোলনের শুরু করেছিলেন। কোন ব্যারাক থেকে এ বিদ্রোহ ছড়িয়ে পড়ে?
সঠিক!
ভুল!
-
১৯৩৭ সালে বৃহত্তর ময়মনসিংহের গারো পাহাড় ঘেঁষা অঞ্চলে শুরু হয় এক কৃষক বিদ্রোহ। কমরেড মণি সিংহের নেতৃত্বে বেগবান হওয়া এ বিদ্রোহ অন্য কী নামে বেশি পরিচিত?
সঠিক!
ভুল!
-
পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে ইংরেজদের বিরুদ্ধে হওয়া কার্পাস বিদ্রোহ চালিয়েছিলো কোন জাতি?
সঠিক!
ভুল!
-
সিপাহী বিদ্রোহকে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ বলা হলেও নুরুলদিনের কৃষক আন্দোলনই আসলে প্রথম স্বতঃস্ফূর্ত ব্রিটিশবিরোধী আন্দোলন । এ আন্দোলনের পটভূমি উত্তরবঙ্গের কোন জেলা?
সঠিক!
ভুল!
-
বিদ্যুতের দাবিতে ২০০৬ সালে বাংলাদেশের কোন জনপদের গ্রামবাসী দীর্ঘ ৪ মাসের আন্দোলনে জড়িয়ে পড়েছিলো? সে সময়ের বহুল আলোচিত ঘটনা ছিলো এটি।
সঠিক!
ভুল!
-
দক্ষিণবঙ্গে বিশাল স্বাধীন রাজ্য গড়ে তুলেছিলেন বাংলার বারো ভুঁইয়ার একজন। তাঁর বিরুদ্ধে যুদ্ধে জেতার পর মানসিংহ তাঁকে মুঘল সাম্রাজ্যের অধীন এক সামন্ত রাজা ঘোষণা করেন। কিন্তু পরবর্তীতে আবারো বিদ্রোহ করলে তিনি বন্দী হন। কে তিনি?
সঠিক!
ভুল!
-
৪ বার পশ্চিমবঙ্গের বিধায়ক হিসাবে নির্বাচিত হয়েছিলেন তিনি। উত্তরবঙ্গের তেভাগা আন্দোলনে সক্রিয় থাকার কারণে তাঁকে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়। ১৯৫০ সালে তিনি পশ্চিমবঙ্গে আশ্রয় নিতে বাধ্য হন। কার কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!
-
২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ভ্যাটবিরোধী আন্দোলন ছিলো স্বাধীন বাংলাদেশের অন্যতম সফল স্বতঃস্ফূর্ত আন্দোলন। কোন মাসে এ আন্দোলন শুরু হয়?
সঠিক!
ভুল!
-
ভারতের মাওবাদীরা সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে অভিযুক্ত ও নিষিদ্ধ। উত্তরবঙ্গের কোন কৃষক আন্দোলন থেকে জন্ম হয়েছিলো তাদের নিষিদ্ধ আন্দোলনের?
সঠিক!
ভুল!
-