মানচিত্রে প্রশাসনিকভাবে বাংলাদেশ বিভিন্ন বিভাগ ও জেলাতে বিভক্ত। এসব জেলা ও তাদের উপজেলা বা অঞ্চলসমূহের নাম বেশ বৈচিত্র্যপূর্ণ ও কিছু ক্ষেত্রে বিভ্রান্তিকর। যেমন ধরুন, একজন বললেন তার বাসস্থান মিরপুরে। মনে হতে পারে তার বাসস্থান ঢাকার মিরপুরে। কিন্তু কুষ্টিয়া জেলার একটি থানার নামও মিরপুর। আবার একই নামের একাধিক থানা/উপজেলা রয়েছে বেশ কয়েকটি জেলায়। তাছাড়া একটি জেলার নাম ও অন্য আরেকটি জেলার উপজেলার নাম একই। এসব নিয়ে অনেক সময় বিড়ম্বনাতে পড়তে হয়। লোকমুখে অমুক “বৃহত্তর জেলার” কথা শোনা যায়। এ বৃহত্তর জেলা বলতে কী বোঝায় বা এর ধারণা কীভাবে এসেছে? বাংলাদেশের সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত আছে বিভিন্ন জেলায়। এমন একটি জেলা আছে যার সাথে ভারত ও মায়ানমার উভয়েরই সীমান্ত রয়েছে। যে জেলায় আমাদের নাড়ি পোঁতা, যেখানে ঈদ করার জন্য বাস ও ট্রেনের টিকিটের সংকট দেখা দেয়, সে জেলা সম্পর্কেই বা কতটুকু জানি? সম্প্রতি ছিটমহল বিনিময়ের পর বাংলাদেশের আকার-আয়তনে পরিবর্তন এসেছে। কেমন সে পরিবর্তন? এসব নিয়েই মূলত কুইজটি তৈরি করা হয়েছে।
প্রশাসনিক মানচিত্র: বাংলাদেশ কুইজ
বাংলাদেশ প্রশাসনিক মানচিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য যেতে পারেন এখানে।