স্কোরের ছবি কৃতজ্ঞতা
আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধার জন্য _____ দ্বীপে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করার কথা রয়েছে।
সঠিক!
ভুল!
-
বাংলাদেশের ছোট একটি উপকূলবর্তী দ্বীপ রাসমেলার জন্য বিখ্যাত। দ্বীপটি হলো -
সঠিক!
ভুল!
-
কথিত আছে, বারো জন আউলিয়া মাছের পিঠে চড়ে বাগদাদ থেকে চট্টগ্রাম যাবার পথে এ দ্বীপে বিশ্রাম নিয়েছিলেন। দ্বীপটির অধিবাসীরা বিশ্বাস করেন যে আমাদের দেশের ইতিহাসে সেখানেই প্রথমবারের মতো ইসলাম প্রচারিত হয়। দ্বীপের নাম -
সঠিক!
ভুল!
-
মনপুরা দ্বীপ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? এ জেলার পূর্বনাম শাহবাজপুর।
সঠিক!
ভুল!
-
পর্তুগিজ পরিব্রাজক সিজার ফ্রেডারিকের বর্ণনা ও ড. সুনীতি ভূষণ কানুনগোর তথ্য অনুযায়ী ১৫৫৯ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের ফলে মহেশখালী দ্বীপের সৃষ্টি হয়। ভৌগোলিকভাবে দ্বীপটির একটি আলাদা পরিচয় রয়েছে। কেমন পরিচয়?
সঠিক!
ভুল!
-
বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হিসাবে সেইন্ট মার্টিনস দ্বীপের ব্যাপক পরিচিতি রয়েছে। ভৌগোলিকভাবে এটি তিন অংশে বিভক্ত - উত্তর পাড়া, দক্ষিণ পাড়া ও মধ্য পাড়া। এর মধ্যে উত্তর পাড়ার আলাদা একটি নাম রয়েছে। মূলত এ নামে স্থানীয়রা দ্বীপটিকে ডাকেন। কোন নাম?
সঠিক!
ভুল!
-
মাত্র ১০ বর্গকিলোমিটার আয়তনের দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে রয়েছে সীমানার দ্বন্দ্ব। ১৯৭০ সালের ভয়ংকর ঘূর্ণিঝড়ের ঠিক আগে প্রথম এর অস্তিত্ব জানা যায়। ১৯৭১ সালে ভারত সরকারের নজরে এলে তাঁরা নিজস্ব নাম দেয় দ্বীপটিকে। একটি নাম হলো পূর্বাশা, অন্যটি _____।
সঠিক!
ভুল!
-
তিন হাজার বছরেরও পুরানো একটি দ্বীপ সন্দ্বীপ। এর নামকরণ নিয়ে নানা ধরনের তথ্য পাওয়া যায়। অনেকের মতে, সাগরের মধ্যে বালির স্তূপের মতো দেখায় বলে ইউরোপিয়ানরা একে "Sand-heap" নামে ডাকতো। সেখান থেকে বর্তমান নামের উৎপত্তি। কেউ কেউ মনে করেন যে প্রাচীন স্বর্ণদ্বীপ হলো এর পূর্বনাম। এক সময় _____ বানানোর জন্য দ্বীপটি বিখ্যাত ছিলো।
সঠিক!
ভুল!
-
_____ দ্বীপের সাথে জড়িয়ে আছে একটি বিখ্যাত বাতিঘরের নাম। বঙ্গোপসাগরে জাহাজ চলাচলের সুবিধা নিশ্চিত করতে ১৮৪৬ সালে নির্মিত হয় এটি, যা পরবর্তীতে জলোচ্ছ্বাস-ঘূর্ণিঝড়ের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়ে। প্রাচীন বাতিঘর আসলে বহু আগেই সমুদ্রে বিলীন হয়ে গেছে। কিন্তু এখনো পর্যটকরা ভিড় জমান বাতিঘরপাড়ায়।
সঠিক!
ভুল!
-
নোয়াখালী জেলায় অবস্থিত নিঝুম দ্বীপ মূলত কয়েকটি চর নিয়ে গঠিত। ইছা (চিংড়ি) মাছের সহজলভ্যতার জন্য এক সময় স্থানীয়ভাবে একে ইছামতির দ্বীপ বলা হতো। আবার বালির ঢিবির উপস্থিতির জন্য অনেকে বাইল্যার ডেইল নামেও ডাকতেন। তবে সরকারি জরিপ বিভাগ একজন মহিষ পালনকারীর (বাথানিয়া) নাম অনুযায়ী এর আনুষ্ঠানিক জরিপ করে বলে ধারণা করা হয়। জরিপের কাজে তাঁর সহায়তার জন্যই এমন নামকরণ। কী নামে দ্বীপটি প্রথম পরিচিতি পায়?
সঠিক!
ভুল!
-