মার্শাল ল, ক্যু, মিলিটারি ডিক্টেটর, চিফ মার্শাল ল এডমিনিস্ট্রেটর, কারফিউ – এরকম কিছু শব্দ শুনলে আমাদের মনের পর্দায় “স্বৈরশাসন” শব্দটা মনে পড়ে। বাংলাদেশের মানুষের মানসপটে যেমন ৭৫-৯০ সময়টা স্বৈরশাসনের কাল, তেমনি বিশ্বজুড়ে নানা সময়ে নানা রূপে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে কিংবা ব্যর্থ চেষ্টা চালিয়েছে। তাই স্বাভাবিকভাবে এ পোস্টটা যখন আপনি পড়ছেন, ঠিক তখন কোন দেশে হয়তো কোন জান্তা শাসন করছে, আবার কোন দেশে হয়তো এক জেনারেল পাতানো নির্বাচন দিয়ে নিজেকে বৈধ করে নিয়েছে।
ঔপনিবেশিক শাসন শেষে স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে তৃতীয় বিশ্বের দেশগুলোতে এমন অনেক স্বৈরশাসকের উত্থান ঘটে। এদের কেউ কেউ আজ অবধি টিকে আছে। তবে সবার সাধারণ বৈশিষ্ট্য একটাই – জনগনের অধিকার খর্ব করে নিজের স্বার্থোদ্ধার।
বিশ্বের নানা প্রান্তের স্বৈরশাসকদের নিয়ে আজকের কুইজ।