'_____' স্যার ডেভিড লিনের অন্যতম সেরা কাজ। প্রথম বিশ্বযুদ্ধের সময় আরব উপদ্বীপে একজন ব্রিটিশ সামরিক কর্মকর্তা ও কূটনীতিবিদের অভিজ্ঞতা নিয়ে বিখ্যাত এ ছবির কাহিনী আবর্তিত হয়।
সঠিক!
ভুল!
-
উইলিয়াম শেকসপিয়ারের Hamlet নাটকের প্রভাব রয়েছে অ্যানিমেটেড এ ছবিতে। আফ্রিকার পটভূমিতে নির্মিত চলচ্চিত্রটির প্রধান চরিত্র সিম্বা। ছবির নাম -
সঠিক!
ভুল!
-
এ পিক্সার চলচ্চিত্রটি ২০০৯ সালে মুক্তি পায়। ছবিতে কার্ল ফ্রেডরিকসন ও রাসেল নামের দুই প্রধান চরিত্র ঘটনাচক্রে দক্ষিণ আমেরিকার প্যারাডাইস ফলসে চলে যায়। ছবির নাম কী?
সঠিক!
ভুল!
-
মার্টিন ম্যাকফ্লাই ও ড. এমেট ব্রাউন '_____' ছবির দুই প্রধান চরিত্র। রবার্ট জেমেকিস পরিচালিত চলচ্চিত্রটি সময় ভ্রমণের উপর এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় ছবিগুলোর একটি।
সঠিক!
ভুল!
-
The Terminator ছবিতে ২০২৯ সাল থেকে এক সাইবর্গ আসে ১৯৮৪ সালে, সারাহ কনরকে হত্যা করার জন্য। অন্যদিকে কাইল রিজ নামের এক সৈন্যের দায়িত্ব থাকে কনরকে রক্ষা করা। জনপ্রিয় এ চলচ্চিত্রের পরিচালক কে?
সঠিক!
ভুল!
-
১৯৩৮ সালে মাইকেল কার্টিজ ও উইলিয়াম কিফলি এ চলচ্চিত্রটি পরিচালনা করেন। ছবিতে ইংল্যান্ডের রাজা রিচার্ড দ্য লায়নহার্ট অপহৃত হলে তাঁর ভাই লিটল জন ক্ষমতা দখল করে নেয়। কিন্তু স্যাক্সনের একজন নাইট বনদস্যু হয়ে নতুন শাসকের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। তাঁর প্রচেষ্টায় পরবর্তীতে রিচার্ড আবারো ক্ষমতা ফিরে পান। তিন ক্যাটাগরিতে অস্কার জেতা ও ব্যবসায়িকভাবে অত্যন্ত সফল এ অ্যাডভেঞ্চার ক্লাসিক হলো -
সঠিক!
ভুল!
-
বাস্তব একটি মহাকাশ অভিযানের উপর পরিচালক রন হাওয়ার্ড এ ছবি নির্মাণ করেন ১৯৯৫ সালে। চাঁদে অবতরণ করার কথা থাকলেও দুর্ঘটনার কারণে অভিযানটি ব্যর্থ হয়ে যায়। এতে নভোচারী জিম লোভেলের চরিত্রে ছিলেন টম হ্যাঙ্কস। কোন ছবির কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!
-
অ্যাকশন-অ্যাডভেঞ্চার ফিল্মের ইতিহাসে ড. ইন্ডিয়ানা জোনস সুপরিচিত এক নাম। কোন ছবিতে প্রথমবারের মতো পুরাতত্ত্ববিদ এ চরিত্রের দেখা পাওয়া যায়?
সঠিক!
ভুল!
-
The Wizard of Oz সর্বকালের অন্যতম সেরা মিউজিক্যাল ফিল্ম। এ ছবির প্রধান চরিত্র _____ ঝড়ের কবলে পড়ে অজ্ঞান হয়ে যায় ও নিজেকে আবিষ্কার করে কাল্পনিক এক রাজ্যে।
সঠিক!
ভুল!
-
পরিচালক জর্জ মিলারের Mad Max ফিল্ম সিরিজ কোন দেশের ভিত্তিতে নির্মিত?
সঠিক!
ভুল!
-