in ,

সাকিব আল হাসান: জন্মদিনের বিশেষ কুইজ

জন্ম মাগুরায়। ১৯৮৭ সালের ২৪ মার্চ। বিকেএসপি, বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল হয়ে পা রাখেন আন্তর্জাতিক ক্রিকেটে। ওয়ানডে অভিষেক ২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে। টেস্ট ২০০৭ সালে ভারতের সাথে সিরিজে। বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ২০১১ বিশ্বকাপে। তিনি সাকিব আল হাসান, আমাদের সবার প্রিয় সাকিব। তাঁর ডাকনাম অবশ্য অনেকের অজানা – ময়না।

টেস্ট, ওয়ানডে, টি২০ – তিন ফরম্যাটেই আইসিসি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে অবস্থান করা একমাত্র এ ক্রিকেটার তিন ফরম্যাটেই দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী। সাথে রানের সংখ্যায় টেস্ট, ওয়ানডেতে আছেন দেশের হয়ে দুই নম্বরে। জিতেছেন জাতীয় ক্রীড়া পুরস্কার থেকে শুরু করে অসংখ্য পদক। ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি তিনি বিভিন্ন সময় ক্রিকেটপ্রেমী বাংলাদেশিদের জন্য জয়ের উপলক্ষ আনতে বড় ভূমিকা পালন করেছেন।

২০০৯ সালে হয়েছিলেন উইজডেন বর্ষসেরা। এশিয়া কাপের ২০১২ ও ২০১৬ আসরে বাংলাদেশকে ফাইনালে নিয়ে যাবার ক্ষেত্রে দারুণ ভূমিকা রেখেছিলেন সাকিব। তাঁর জন্মদিন নিয়ে থাকছে আমাদের বিশেষ কুইজ কুইজ।

আন্তর্জাতিক ক্রিকেটে (সব ফর্ম্যাট মিলিয়ে) মোট _____ বার ৫ উইকেট শিকার করেছেন বাঁহাতি এ স্লো অর্থোডক্স বোলার।
সঠিক!
ভুল!

-

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের মোট সেঞ্চুরি -
সঠিক!
ভুল!

-

একদিনের ক্রিকেট ইতিহাসে একই ম্যাচে সেঞ্চুরি ও ৪ উইকেট নেবার কৃতিত্ব আছে মাত্র ১৩ জনের। এ তালিকায় একমাত্র বাংলাদেশি সাকিব এ নৈপুণ্য (১০১ রান ও ৪/৪১) দেখান _____ দলের বিপক্ষে।
সঠিক!
ভুল!

-

দেশসেরা এ খেলোয়াড় টি২০ ক্রিকেটের অন্যতম বড় বিজ্ঞাপন। নিয়মিত খেলছেন বিভিন্ন আন্তর্জাতিক টি২০ লীগে। ক্যারিয়ারে মোট কয়টি দেশের ঘরোয়া টি২০ আসরের শিরোপা জিতেছেন তিনি?
সঠিক!
ভুল!

-

আকরাম খান ও মোহাম্মদ রফিকের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে জাতীয় দলে খেলা অবস্থায় 'জাতীয় ক্রীড়া পুরস্কার' সম্মানে ভূষিত হন সাকিব। কবে দেশীয় ক্রীড়াঙ্গনের এ সর্বোচ্চ সম্মান অর্জন করেন তিনি?
সঠিক!
ভুল!

-

২০১৭ সালের জানুয়ারিতে তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে হাঁকিয়েছেন দ্বি-শতক। বেসিন রিজার্ভ স্টেডিয়ামে খেলা ওই ইনিংসটি বাংলাদেশের হয়ে যেকোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ (২১৭)। কোন দলের বিপক্ষে এ রেকর্ড গড়েন সাকিব?
সঠিক!
ভুল!

-

একদিনের ক্রিকেটে সাকিবের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ১৩৪*। কোন দলের বিপক্ষে?
সঠিক!
ভুল!

-

টি২০ ক্রিকেটে সাকিবের সেরা বোলিং ফিগার ৪-০-৬-৬। কোন দলের হয়ে?
সঠিক!
ভুল!

-

দ্রুততম অলরাউন্ডার হিসেবে একদিনের ক্রিকেটে একটি রেকর্ড গড়ার ক্ষেত্রে পেছনে ফেলেছেন আব্দুর রাজ্জাক, ক্রিস কেয়ার্নস, জ্যাক ক্যালিস, সনাৎ জয়সুরিয়া, শহিদ আফ্রিদি, ক্রিস হ্যারিসের মত বড় খেলোয়াড়দের। রেকর্ডটা হলো -
সঠিক!
ভুল!

-

২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষের একটি টেস্ট ম্যাচে সাকিব এমন এক কীর্তি গড়েন, যা ইতিহাসে আর মাত্র তিনজন ক্রিকেটার করতে পেরেছেন - অ্যালান ডেভিডসন, ইয়ান বোথাম ও ইমরান খান। কীর্তিটি হলো -
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

সাকিব আল হাসান: জন্মদিনের বিশেষ কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by Quizards Desk

Happy Quizzing.

ফ্রাঙ্কোফোনি কুইজ ২০১৭ - কুইজার্ডস

ফ্রাঙ্কোফোনি কুইজ ২০১৭

লিংকিন পার্ক কুইজ - কুইজার্ডস

লিংকিন পার্ক কুইজ