নাট্যকার মুনীর চৌধুরী পানিপথের তৃতীয় যুদ্ধ নিয়ে রচনা করেছেন 'রক্তাক্ত প্রান্তর'। নাটকে মুসলমানদের পক্ষে লড়েন মেহেদী বেগের কন্যা জোহরা বেগম। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রতিপক্ষ মারাঠাদের সাথে থাকেন তাঁর স্বামী -
সঠিক!
ভুল!
-
গ্রিক মিথলজিতে মৃত প্রেমিকা ইউরিডিসিকে ফিরিয়ে আনতে নরকে গিয়েছিলেন কিংবদন্তিতুল্য শিল্পী _____। শর্ত ছিলো, পৃথিবীতে না ফেরা পর্যন্ত প্রেমিকার দিকে তিনি তাকাতে পারবেন না। অবশ্য শর্ত ভঙ্গ করায় তার চেষ্টা ব্যর্থ হয়।
সঠিক!
ভুল!
-
'Roman Holiday' ইতিহাসের অন্যতম সেরা রোমান্টিক কমেডি হিসাবে বিবেচিত হয়। ১৯৫৩ সালের এ ক্লাসিকে কোন জুটিকে দেখা যায়?
সঠিক!
ভুল!
-
ফরাসি সাহিত্যিক চার্লস পেরো বহু লোক কাহিনী সংগ্রহ করে শিশুদের উপযোগী করে লিখেছিলেন। এর মধ্যে কিছু গল্প ঠিক তাঁর লেখার মতো করেই বলা হয়। উদাহরণ হিসাবে বলা যায় অত্যাচারিত এক মেয়ের কথা। মেয়েটি জাদুর বলে রাজকীয় বেশে রাজকীয় অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এক পাটি জুতা হারিয়ে আসে। পরবর্তীতে তার ভাগ্যই বদলে দেয় এ ঘটনা। কোন রূপকথার কথা বলা হচ্ছে?
Image Credit: Elena Ringo/CC BY 3.0
সঠিক!
ভুল!
-
হাথর কোন মিথলজিতে ভালোবাসার দেবী? আনন্দ আর উদযাপনের দেবী হিসাবেও তাকে ধরা হয়।
সঠিক!
ভুল!
-
হোমারের 'Iliad' মহাকাব্যে তুলে ধরা হয়েছে ট্রোজান যুদ্ধের ঘটনা। এ যুদ্ধের শুরু যে বিরোধ দিয়ে, সে বিরোধের কেন্দ্রে ছিলো একটি অপহরণের ঘটনা - ট্রয়ের রাজপুত্র _____ অপহরণ করেছিলেন রাজা মেনেলাউসের স্ত্রীকে।
সঠিক!
ভুল!
-
ইউসুফ-জুলেখার প্রণয় নিয়ে মধ্যযুগের অন্যতম সেরা কাব্য রচিত হয়েছিলো বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবির মাধ্যমে। তিনি হলেন -
সঠিক!
ভুল!
-
সিংহল সমুদ্র, মালয় সাগর, বিম্বিসার, অশোক, শ্রাবস্তী, দারুচিনি দ্বীপ - শব্দগুলো দিয়ে বাংলা সাহিত্যের অন্যতম সর্বাধিক পঠিত কবিতাকে বোঝানো হচ্ছে। বুদ্ধদেব বসুর একটি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিলো এটি। পরে বইয়েও স্থান পায়। নাম কী এর?
সঠিক!
ভুল!
-
"তুমি আমার প্রথম সকাল। একাকী বিকেল। ক্লান্ত দুপুরবেলা।"
ব্যাপক শ্রোতাপ্রিয় হয়েছিলো ১৯৯০-এর দশকে বের হওয়া এ গানটি। লতিফুল ইসলাম গানের কথা লিখেছেন। আশিকুজ্জামান টুলু দিয়েছেন সুর। গেয়েছেন -
ব্যাপক শ্রোতাপ্রিয় হয়েছিলো ১৯৯০-এর দশকে বের হওয়া এ গানটি। লতিফুল ইসলাম গানের কথা লিখেছেন। আশিকুজ্জামান টুলু দিয়েছেন সুর। গেয়েছেন -
সঠিক!
ভুল!
-
১৯৭২ সালে মুক্তিপ্রাপ্ত 'অবুঝ মন' চলচ্চিত্রটি বহুল জনপ্রিয় হয়েছিলো। 'শুধু গান গেয়ে পরিচয়' এ ছবির বিখ্যাত একটি গান। নায়ক-নায়িকা হিসাবে কে ছিলেন?
সঠিক!
ভুল!
-
আমাদের রোমান্টিক কুইজের প্রথম পর্ব খেলতে পারেন এখানে।