in ,

রাসায়নিক মৌল কুইজ: প্রথম পর্ব

রাসায়নিক মৌল – সহজ ভাষায় এদেরকে মৌলিক পদার্থ বলি আমরা। এগুলোর মধ্যে রয়েছে ধাতু, অধাতু ও মেটালয়েড। মেটালয়েডগুলো ধাতু ও অধাতুর মাঝামাঝি পদার্থ।

আজকের কুইজে আপনাকে শুধু মৌলের নাম চিহ্নিত করতে হবে।

রাসায়নিক মৌল: ৩ তথ্য

– বর্তমানে ১১৮টি রাসায়নিক মৌল রয়েছে পর্যায় সারণীতে। এর মধ্যে ৯০টি এসেছে প্রকৃতি থেকে। বাকিগুলো মানুষের তৈরি। সময়ের সাথে নিঃসন্দেহে এ তালিকা বড় হবে।

– পর্যায় সারণীর প্রথম অবস্থানে আছে হাইড্রোজেন। এর পারমাণবিক সংখ্যা (Atomic Number) ১। ফলে প্রথম অবস্থান জুটেছে বর্ণহীন গ্যাসটির কপালে। সবচেয়ে কম ওজনের এ মৌলিক পদার্থ পরিমাণের ক্ষেত্রে মহাবিশ্বের বাকি সব মৌলকে পেছনে ফেলে দিয়েছে।

– টেকনিশিয়াম কৃত্রিমভাবে তৈরি করা প্রথম রাসায়নিক মৌল। ১৯৩৭ সালে এটি আবিষ্কৃত হয়। আবিষ্কারক ছিলেন বিজ্ঞানী কার্লো পেরিয়ার ও ইমিলিও সিগ্রে।

মৌলিক পদার্থগুলোর নাম দেখতে চান? যেতে পারেন এই ওয়েবসাইটে

২০ পারমাণবিক সংখ্যার এ মৌল হাড় ও দাঁতের গঠনের সবচেয়ে প্রয়োজনীয় উপাদানের একটি। বিজ্ঞানী হামফ্রে ডেভির আবিষ্কার।
সঠিক!
ভুল!

-

পচা ডিমের গন্ধের সাথে এ মৌল সম্পর্কযুক্ত।
সঠিক!
ভুল!

-

কসমেটিকস ও রং তৈরিতে বহুল ব্যবহৃত এ মৌলে প্রোটনের সংখ্যা হলো ৩০।
সঠিক!
ভুল!

-

এ মৌলটির বড় একটা অংশ পৃথিবীর খুব গভীরে লুকানো অবস্থায় আছে। ২৮ পারমাণবিক সংখ্যার (Atomic Number) অধিকারী এ মৌল স্টেইনলেস স্টীল তৈরিতে ব্যবহৃত হয়।
সঠিক!
ভুল!

-

সমুদ্রের পানিতে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া ধাতুগুলোর মধ্যে এ মৌলের অবস্থান দ্বিতীয়। মৌলটির পারমাণবিক সংখ্যা ১২।
সঠিক!
ভুল!

-

ছবিতে দেখা যাচ্ছে একটি কার্বাইড। বুলেটপ্রুফ জ্যাকেট বা ট্যাঙ্কে ব্যবহৃত হয় এটি। এ কার্বাইড যে মৌলের, সে মৌল থেকে ঊব্লেক নামের এক উদ্ভট লিকুইড তৈরি করা হয়।
সঠিক!
ভুল!

-

এ ধাতুর নাম এসেছে এটি আবিষ্কৃত হবার আট বছর আগে খুঁজে পাওয়া একটি গ্রহের নাম থেকে। প্রাচীন রোমে সিরামিক গ্লাসের কালারিং এজেন্ট হিসাবে এর ব্যবহার ছিলো।
সঠিক!
ভুল!

-

এক্স-রে যন্ত্র ও পারমাণবিক চুল্লির রেডিয়েশন শিল্ডে এর ব্যবহার বেশ লক্ষণীয়। শরীরের জন্য খুব ক্ষতিকর মৌলটি।
Image Credit: images-of-elements.com/<a href="https://creativecommons.org/licenses/by-sa/3.0/deed.en" target="_blank">CC BY-SA 3.0</a> Image Credit: images-of-elements.com/CC BY-SA 3.0
সঠিক!
ভুল!

-

এক সময় মৌলটির পরিচিতি ছিলো মুদ্রা তৈরিতে এর বহুল ব্যবহারের কারণে। ধারণা করা হয় যে মানুষ এ ধাতুকেই প্রথম নিজের ইচ্ছামতো ব্যবহার করতে শেখে।
সঠিক!
ভুল!

-

আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় হলেও শরীরে এটা তৈরি হয় না। এ মৌল সবচেয়ে বেশি পাওয়া যায় সমুদ্রে। খাবার লবণে এর ব্যবহার খুবই সাধারণ।
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

রাসায়নিক মৌল কুইজ: প্রথম পর্ব I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



রাসায়নিক মৌল নিয়ে আমাদের দ্বিতীয় কুইজটি খেলতে পারেন এখানে

What do you think?

-1 Points
Upvote Downvote

Written by Quizards Desk

Happy Quizzing.

বিভিন্ন দেশের রাজধানীর নাম: কুইজ ৪ - কুইজার্ডস

রাজধানী কুইজ: চতুর্থ পর্ব

ধরিত্রী দিবস - কুইজার্ডস

ধরিত্রী দিবস: পৃথিবীর জন্য একদিন