রাসায়নিক মৌল – সহজ ভাষায় এদেরকে মৌলিক পদার্থ বলি আমরা। এগুলোর মধ্যে রয়েছে ধাতু, অধাতু ও মেটালয়েড। মেটালয়েডগুলো ধাতু ও অধাতুর মাঝামাঝি পদার্থ।
আজকের কুইজে আপনাকে শুধু মৌলের নাম চিহ্নিত করতে হবে।
রাসায়নিক মৌল: ৩ তথ্য
– বর্তমানে ১১৮টি রাসায়নিক মৌল রয়েছে পর্যায় সারণীতে। এর মধ্যে ৯০টি এসেছে প্রকৃতি থেকে। বাকিগুলো মানুষের তৈরি। সময়ের সাথে নিঃসন্দেহে এ তালিকা বড় হবে।
– পর্যায় সারণীর প্রথম অবস্থানে আছে হাইড্রোজেন। এর পারমাণবিক সংখ্যা (Atomic Number) ১। ফলে প্রথম অবস্থান জুটেছে বর্ণহীন গ্যাসটির কপালে। সবচেয়ে কম ওজনের এ মৌলিক পদার্থ পরিমাণের ক্ষেত্রে মহাবিশ্বের বাকি সব মৌলকে পেছনে ফেলে দিয়েছে।
– টেকনিশিয়াম কৃত্রিমভাবে তৈরি করা প্রথম রাসায়নিক মৌল। ১৯৩৭ সালে এটি আবিষ্কৃত হয়। আবিষ্কারক ছিলেন বিজ্ঞানী কার্লো পেরিয়ার ও ইমিলিও সিগ্রে।
মৌলিক পদার্থগুলোর নাম দেখতে চান? যেতে পারেন এই ওয়েবসাইটে।