in ,

মাসুদ রানা কুইজ: সেবা প্রকাশনী সিরিজ ২

আমাদের সেবা প্রকাশনী কুইজের দ্বিতীয় পর্ব প্রকাশিত হচ্ছে আজ। পর্বের থিম হিসাবে থাকছে মাসুদ রানা, রহস্যে ঘেরা এক চরিত্র।

মাসুদ রানা বাংলাদেশে কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত দুঃসাহসী স্পাই। গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ-দেশান্তরে। বিচিত্র তার জীবন। অদ্ভুত রহস্যময় তার গতিবিধি। কোমলে কঠোরে মেশানো নিষ্ঠুর সুন্দর এক অন্তর। একা। টানে সবাইকে, কিন্তু বাঁধনে জড়ায় না। কোথাও অন্যায়- অবিচার-অত্যাচার দেখলে রুখে দাঁড়ায়। পদে-পদে তার বিপদ-শিহরণ-ভয় আর মৃত্যুর হাতছানি।

আধুনিক মনস্ক পাঠককে অবশ্য বাঁধনে জড়িয়েছে মাসুদ রানা – বাংলা ভাষায় লেখা স্পাই থ্রিলারের প্রধান চরিত্র। কাজী আনোয়ার হোসেনের বিখ্যাত চরিত্র মাসুদ রানা ২০১৬ সালের মে মাসে পূর্ণ করেছে ৫০ বছর। বর্তমানে ৫২তম বসন্তে পা দেয়া এ কাল্পনিক চরিত্রের যাত্রা শুরু হয়েছিল ‘ধ্বংস পাহাড়’ বইয়ের মাধ্যমে। সাথে ছিলো সুলতা রায় আর পাগল বৈজ্ঞানিক কবীর চৌধুরী।

জেমস বন্ড সিরিজের ‘Doctor No’ পড়ে অনুপ্রাণিত হয়েছিলেন কাজী আনোয়ার হোসেন। সেখান থেকেই পরিকল্পনা করেন বাংলা ভাষায় স্পাই থ্রিলার লেখার। ‘ধ্বংস পাহাড়’ বইটি লেখার জন্য লেখক চট্টগ্রাম, রাঙ্গামাটি, কাপ্তাইসহ বিভিন্ন জায়গায় রীতিমতো চষে বেড়িয়েছিলেন। ১৯৬৬ সালের মে মাসে প্রকাশিত হওয়া বইটির প্রচ্ছদ পরিকল্পনা করেছিলেন শিল্পী সামসুল ইসলাম।

প্রথম বাংলা মৌলিক স্পাই থ্রিলার উপন্যাস আর প্রথম বাঙালি আন্তর্জাতিক গুপ্তচর বা স্পাই চরিত্র। একটা হইচই পড়ে গেলো। এও কি সম্ভব বাংলা সাহিত্যে? সেই থেকে শুরু! মাস দশেক পর আবার হাজির হলো রানা, ‘ভারতনাট্যম’ নিয়ে। এরপর বিদেশী গল্পের ছায়া অবলম্বনে এলো ‘স্বর্ণমৃগ’। প্রথমে পাকিস্তান কাউন্টার ইন্টেলিজেন্সের হয়ে কাজ করা মাসুদ রানা স্বাধীনতার পর হয়ে গেলো বাংলাদেশে কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত দুঃসাহসী স্পাই। কোড নেম এমআরনাইন (MR9)। মেজর জেনারেল (অবঃ) রাহাত খানের নির্দেশনায় কাজ করা মাসুদ রানার সাথে একে একে হাজির হলেন সোহেল আহমেদ, সোহানা, গিলটি মিঞা সহ আরও অনেকেই।

আমাদের সবার জীবন এক অর্থে রোমাঞ্চকর করে তুললেন কাজী আনোয়ার হোসেন। ‘ধ্বংসপাহাড়’ থেকে শুরু হওয়া মাসুদ রানা এখনো পার করছে ‘দুরন্ত কৈশোর’। আমরা বুড়িয়ে গেলেও সময়ের বাঁধনে না জড়িয়ে যুগ যুগ বেঁচে থাকুক সুপারহিরো মাসুদ রানা।

সিরিজের অন্যতম শ্রেষ্ঠ 'আই লাভ ইউ, ম্যান' বইয়ে "আই লাভ ইউ, ম্যান" উক্তিটি কার করা?
সঠিক!
ভুল!

-

বিদেশী গল্পের ছায়া অবলম্বনে রচিত মাসুদ রানা সিরিজে মৌলিক গল্পের সংখ্যা খুব বেশি নয়। তবে দুই খণ্ডের একটি বই কাজী আনোয়ার হোসেনের অন্যতম সেরা মৌলিক সৃষ্টি হিসাবে স্বীকৃতি লাভ করে। নিচের তিনটি বইয়ের মধ্যে যে বইটি মৌলিক -
সঠিক!
ভুল!

-

জার্মান আগ্নেয়াস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালথারের যে অস্ত্রটি রানার সবচেয়ে প্রিয় -
সঠিক!
ভুল!

-

রানার বাবা জাস্টিস ইমতিয়াজ চৌধুরীর নাম উল্লেখ আছে '_____' বইতে।
সঠিক!
ভুল!

-

মাসুদ রানাকে নিয়ে নির্মিত একমাত্র চলচ্চিত্রের নামও 'মাসুদ রানা' (১৯৭৪)। এটি নির্মাণ করেন মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। তিনি নিজেই মূল চরিত্রে চরিত্রে অভিনয় করেছিলেন। কাজী আনোয়ার হোসেন এ চলচ্চিত্রের জন্য ১৯৭৪ সালে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা হিসেবে বাচসাস পুরস্কার লাভ করেন। কোন বই অবলম্বনে ছবিটি নির্মিত হয়?
সঠিক!
ভুল!

-

মাসুদ রানার প্রথম চরিত্র পরিচিতি দেয়া হয় ১৯৬৮ সালে প্রকাশিত যে বইয়ে -
সঠিক!
ভুল!

-

গিলটি মিয়া, কাজী আনোয়ার হোসেনের মতে, তাঁর সৃষ্ট সবচেয়ে প্রিয় চরিত্র। চরিত্রটির বাচনভঙ্গি পেয়েছেন তাঁর মায়ের কাছ থেকে, যিনি হুগলির মানুষ হলেও কলকাতা শহরে বড় হয়েছিলেন। তাঁরই মুখের ভাষা একটু অদলবদল করে নিয়ে বসিয়ে দিয়েছেন গিলটি মিয়ার মুখে। তাঁকে রানা এজেন্সির বিভিন্ন শাখার হেড হিসেবে দেখা যায়। "ইন্টারন্যাশনাল জবান" গিলটি মিয়ার অন্যতম প্রিয় কথা। হঠাৎ করেই সৃষ্ট এ চরিত্রের প্রথম দেখা পাওয়া যায় কোন বইয়ে?
সঠিক!
ভুল!

-

যখন থামবে কোলাহল/ ঘুমে নিঝুম চারিদিক/ আকাশের উজ্জ্বল তারাটা/ মিটমিট করে শুধু জ্বলছে/ বুঝে নিও তোমাকে আমি ভাবছি/ তোমাকে কাছে ডাকছি/ ঘুমিয়ে পড়ো না বন্ধু আমার/ জেগে থেকো সেই রাতে - রুনা লায়লার বিখ্যাত একটি বাংলা গানের কিছু কথা। মূল গানটি ইতালিয়ান। ১২ বছরের মেয়ে লুবনা আভান্তি মাসুদ রানাকে উপহার দিয়েছিলো এ গান। যে বইয়ে তাদের পরিচয় হয়, তার নাম কী?
সঠিক!
ভুল!

-

১৯৬৭ সালে প্রকাশিত মাসুদ রানা সিরিজের '_____' বইটি তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষণা করে। কয়েক মাসের ব্যবধানে অবশ্য নিষেধাজ্ঞা তুলে নেয়া হয় আর বইটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
সঠিক!
ভুল!

-

মাসুদ রানা সিরিজের '_____' বই প্রকাশিত হবার পর দেখা গেলো যে একই কাহিনী নিয়ে 'বন্দী গগল' নামের একটি বই আগেই বের হয়েছিলো। পুরো সিরিজে এমন ভুল একটাই।
সঠিক!
ভুল!

-

বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের সদর দপ্তর যে জায়গায় -
সঠিক!
ভুল!

-

কাজী আনোয়ার হোসেনের দুই কিংবদন্তিতুল্য সৃষ্টি মাসুদ রানা আর কুয়াশা প্রথমবারের মতো একসাথে আবির্ভূত হয় '_____' বইয়ে।
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

মাসুদ রানা কুইজ: সেবা প্রকাশনী সিরিজ ২ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



এ সিরিজের বাকি দুইটি পর্ব

তিন গোয়েন্দা কুইজ
কিশোর ক্লাসিক কুইজ

What do you think?

Written by Quizards Desk

Happy Quizzing.

স্মৃতির কাঠঠোকরা - কুইজার্ডস (Quizards)

কাঠঠোকরা

আমার ক্ল্যাসিকময় কৈশোর - তারেক অণু, অতিথি লেখক, কুইজার্ডস (Quizards)

আমার ‘ক্ল্যাসিক’ময় কৈশোর