in ,

বৈচিত্র্যময় আফ্রিকা কুইজ

Image Credit: Sergey Pesterev

শুধু আফ্রিকা নয়, সারা বিশ্বের দীর্ঘতম নদী হলো নীল। আন্তর্জাতিক এ নদী প্রবাহিত হয়েছে _____ টি দেশের মধ্য দিয়ে।
সঠিক!
ভুল!

-

দক্ষিণ আফ্রিকার রয়েছে তিনটি রাজধানী। এর মধ্যে প্রিটোরিয়া ব্যবহৃত হয় প্রশাসনিক কাজে। কেপ টাউন থেকে নিয়ন্ত্রিত হয় সংসদীয় কার্যকলাপ। বিচার বিভাগের দায়িত্বে থাকা রাজধানী হলো -
সঠিক!
ভুল!

-

২০১১ সালে দুই ভাগে ভাগ হবার আগ পর্যন্ত _____ ছিলো আফ্রিকার বৃহত্তম দেশ। দারফুর সংকটের কারণে প্রায় সময় খবরের শিরোনাম হয় এ দেশ।
সঠিক!
ভুল!

-

আফ্রিকার বৃহত্তম মরুভূমি সাহারার নাম এসেছে আরবি ভাষা থেকে। এর অর্থ -
সঠিক!
ভুল!

-

হর্ন অব আফ্রিকা (Horn of Africa) বা আফ্রিকার শিং হলো মহাদেশটির সবচেয়ে দক্ষিণ-পূর্ব দিকের একটি বিশেষ অঞ্চল। শিংয়ের কারণে দেখায় বলে এমন নামকরণ। চারটি দেশ এর মধ্যে পড়ে - জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া ও _____।
সঠিক!
ভুল!

-

দেশটির প্রধান ভাষা মালাগাসি। জীববৈচিত্র্যের জন্য সুপরিচিত এ দেশ পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ। দেশটির নাম কী?
সঠিক!
ভুল!

-

উত্তর আফ্রিকার এ দেশ এক সময় ফ্রান্সের উপনিবেশ ছিলো। ১৯৬২ সালে যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা লাভ করা দেশটি মহাদেশের বৃহত্তম দেশ। কোন দেশের কথা বলা হচ্ছে?
সঠিক!
ভুল!

-

ডেভিড লিভিংস্টোন আবিষ্কার করেছিলেন জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমানায় থাকা এ জলপ্রপাত। উচ্চতা বা প্রস্থের দিকে প্রথম স্থান না পেলেও উচ্চতা-প্রস্থ মিলিয়ে একে বিশ্বের সবচেয়ে বিশাল জলপ্রপাত হিসাবে ধরা হয়। নাম কী এর?
সঠিক!
ভুল!

-

দাস ব্যবসার জন্য এক সময় কুখ্যাত ছিলো _____। বেঁচে যাওয়া দাসদের আশ্রয় দেবার জন্য অষ্টাদশ শতাব্দীতে ফ্রিটাউন নামক শহর প্রতিষ্ঠা করা হয়, যা বর্তমানে দেশটির রাজধানী।
সঠিক!
ভুল!

-

আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ পর্বত কিলিমাঞ্জারো। এটি দেখতে হলে কোন দেশে যেতে হবে?
সঠিক!
ভুল!

-

স্কোর দেখতে কুইজটি শেয়ার করুন!


স্কোর দেখতে নিচের তথ্যগুলো জানান আমাদের

বৈচিত্র্যময় আফ্রিকা কুইজ I got %%score%% out of %%total%% right. Beat me if you can.

চ্যালেঞ্জ করুন বন্ধুদের



What do you think?

Written by D. Dewan

নতুন কিছু জানতে পছন্দ করি।

লাল-সবুজের বিজয় দিবস: ইউনিসেলের সৌজন্যে

রোমান্টিক কুইজ: দ্বিতীয় পর্ব - কুইজার্ডস (Quizards)

মন বসে না পড়ার টেবিলে: রোমান্টিক কুইজ