ঘটনা-দুর্ঘটনার মধ্য দিয়ে সভ্যতা আজকের পর্যায়ে এসেছে। বিশ্বের ইতিহাস থেকে বাছাই করা এমন কিছু ঘটনা নিয়ে এ কুইজ।
বিশ্বের ইতিহাস: প্রথম বিশ্বযুদ্ধের নির্বাচিত ৫
– ১৯১৪ সালের ২৮ জুলাই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। এর প্রায় ১ মাস আগে অস্ট্রিয়ার যুবরাজ আর্কডিউক ফার্ডিনান্ড নিহত হয়েছিলেন বসনিয়াতে। হত্যাকারী ছিলেন এক সার্বিয়ান জাতীয়তাবাদী। এ কারণে অস্ট্রিয়া-হাঙ্গেরি সার্বিয়ার উপর যুদ্ধ ঘোষণা করে। পরে অন্য দেশগুলো জড়িয়ে পড়ে।
– প্রথম বিশ্বযুদ্ধই ইতিহাসের প্রথম যুদ্ধ যেখানে এয়ারক্রাফট ব্যবহার করা হয়েছিলো।
– প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছিলো ১৯১৮ সালের ১১ নভেম্বর সকাল ১১টায়! তবে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হতে আরো কয়েক মাস লেগে যায়। ১৯১৯ সালের ২৮ জুন জার্মানি ও মিত্রশক্তির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হবার মাধ্যমে রক্তক্ষয়ী এ যুদ্ধের অবসান ঘটে।
– প্রথম বিশ্বযুদ্ধ শেষে চারটি সাম্রাজ্যের পতন ঘটে: অটোমান, অস্ট্রো-হাঙ্গেরিয়ান, জার্মান ও রাশিয়ান।
– “The War to End All Wars” হলো প্রথম বিশ্বযুদ্ধের আরেক নাম। নামটা অবশ্য যথার্থ হয় নি। ইতিহাসেই এর প্রমাণ মেলে।